কিছু কি বলার নেই | Kichu Ki Bolar Nei

কিছু কি বলার নেই
Kichu Ki Bolar Nei
কথা: গালিব হাসান
সুর ও শিল্পী: বাপ্পা মজুমদার

 

কিছু কি বলার নেই


[আমি হাল ছেড়ে দিয়েছি,কিছু কি বলার নেই?
আকুল মিনতি প্রেয়সী,কিছু কি জানার নেই?]-২
[কিছু কি বলার নেই?
কিছু কি জানার নেই?]-২
[ভালোবাসার সাগরবেলায়
আমি বড়ই ক্ষুদ্র এখনো
যুগান্তরের পথচলাতে
হোঁচট খেয়েও শিখছি এখনো]-২
আহত বুঝেছি তবুও কিছু কি বোঝার নেই?
আকুল মিনতি প্রেয়সী,কিছু কি জানার নেই?
[কিছু কি বলার নেই?
কিছু কি জানার নেই?]-২
[শতজনমের প্রণয়ে
বোঝোনি এ হৃদয়ের কথা
আপন প্রেমের এ দহনে
লিখছি আপন বিদায়ের গাঁথা]-২
দাহন শেষে বরষা,কিছু কি পাওয়ার নেই?
আকুল মিনতি প্রেয়সী,কিছু কি জানার নেই?
আমি হাল ছেড়ে দিয়েছি,কিছু কি বলার নেই?
আকুল মিনতি প্রেয়সী,কিছু কি জানার নেই?
[কিছু কি বলার নেই?
কিছু কি জানার নেই?]-২

 

Kichu Ki Bolar Nei

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *