খড়ের প্রতিমা পূজিস Lyrics
Khorer Protima Pujis Lyrics
খড়ের প্রতিমা পূজিস
আগমনী গান
দুর্গা পূজার গান
খড়ের প্রতিমা পূজিস Lyrics
খড়ের প্রতিমা পূজিস রে তোরা,
মা-কে তো তোরা পূজিস নে।
প্রতি মা-র মাঝে প্রতিমা বিরাজে,
হায় রে অন্ধ বুঝিস নে,
মা-কে তো তোরা পূজিস নে।
বছর-বছর মাতৃপূজার ক’রে যাস অভিনয়,
ভীরু সন্তানে হেরি লজ্জায় মা-ও যে পাষাণময়।
মা-কে জিনিতে সাধন-সমরে
সাধক তো কেহ যুঝিস নে,
মা-কে তো তোরা পূজিস নে।
মাটির প্রতিমা ডুবে যায় জলে
বিজয়ায় ভেসে যায়,
আকাশে বাতাসে মা’র স্নেহ ভাসে
অতন্দ্র করুণায়|
তোরই আসেপাশে,
তাঁর কৃপা ভাসে
কেন সেই পথে তাঁকে খুঁজিস নে,
মা-কে তো তোরা পূজিস নে।