কেমন করে বলো তোমরা জঙ্গি সংগঠন?
Kemon Kore Bolo Tomra Jongi Songothon?
কথা,সুর ও কণ্ঠ: বাউল বাদশা
কেমন করে বলো তোমরা জঙ্গি সংগঠন?
ভাগবত,গীতা ভক্তি প্রেমে
থাকে যারা সর্বক্ষণ
মশা,পিঁপড়ে মারলে যাদের
কেঁদে ওঠে কোমল মন
কৃষ্ণভক্ত সংগঠন সেই বিশ্বের ইসকন
[তবে কেমন করে বলো তোমরা জঙ্গি সংগঠন?]-২
[ভাগবত,গীতা ভক্তি প্রেমে
থাকে যারা সর্বক্ষণ
মশা,পিঁপড়ে মারলে যাদের
কেঁদে ওঠে কোমল মন]-২
কৃষ্ণভক্ত সংগঠন সেই বিশ্বের ইসকন
[তবে কেমন করে বলো তোমরা জঙ্গি সংগঠন?]-২
[ছিলো গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মুখের বাণী
পৃথিবীতে যত আছে গ্রাম,শহর আদি
সর্বত্রই মহাপ্রভুর নাম হবে প্রচার
নিত্যানন্দ হরিদাসকে দিলেন এই ভার
প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা
বলো কৃষ্ণ,ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা]-২
সেই নাম বিলাতে ইসকন গড়লো বিশ্বের সনাতন
[তবে কেমন করে বলো তোমরা জঙ্গি সংগঠন?]-২
[ভাগবত,গীতা ভক্তি প্রেমে
থাকে যারা সর্বক্ষণ
মশা,পিঁপড়ে মারলে যাদের
কেঁদে ওঠে কোমল মন]-২
কৃষ্ণভক্ত সংগঠন সেই বিশ্বের ইসকন
[তবে কেমন করে বলো তোমরা জঙ্গি সংগঠন?]-২
[যে ভজে,সেই বড়,অভক্ত হীন ছাড়
কৃষ্ণ ভজনে নাইরে জাতি কুল বিচার]-২
[কিবা বিপ্র,কিবা শূদ্র,কিবা নর-নারী
কৃষ্ণ ভজনে নাইরে জাতের দুরাচারী]-২
তাই প্রভুপাদও করে গেলেন এই সংগঠন
[তবে কেমন করে বলো তোমরা জঙ্গি সংগঠন?]-২
[হরেক রকম কাজ করেন মানবের কল্যানে
হাজার হাজার মন্দির হলো সারাবিশ্ব জুড়ে]-২
[আধ্যাত্মিক কর্মশালা প্রসাদ বিতরণ
যেন ভক্তিপ্রেমে পাই সকলে প্রভুর শ্রীচরণ]-২
সেই কৃষ্ণপ্রেমে বাউল বাদশার কাঁদে সদাই মন
[তবে কেমন করে বলো তোমরা জঙ্গি সংগঠন?]-২
[ভাগবত,গীতা ভক্তি প্রেমে
থাকে যারা সর্বক্ষণ
মশা,পিঁপড়ে মারলে যাদের
কেঁদে ওঠে কোমল মন]-২
কৃষ্ণভক্ত সংগঠন সেই বিশ্বের ইসকন
[তবে কেমন করে বলো তোমরা জঙ্গি সংগঠন?]-৬