কার ভাবে গৌর বেশে Lyrics
Kar Bhabe Gour Beshe Lyrics
কার ভাবে গৌর বেশে
ভৈরবী—একতাল
-গিরিশচন্দ্র ঘোষ
কার ভাবে গৌর বেশে Lyrics
কার ভাবে গৌর বেশে, জুড়ালে হে প্রাণ,
প্রেম সাগরে উঠলো তুফান, থাকবে না আর কুল মান॥
(মন মজালে গৌর হে)॥
ব্রজ মাঝে, রাখাল সাজে, চরালে গোধন,
ধরলে করে মোহন বাঁশী, মজল গোপীর মন,
ধরে গোবর্ধন, রাখলে বৃন্দাবন,
মানের দায়ে ধ’রে গোপীর পায়, ভেসে গেল চাঁদ বয়ান।
(মন মজালে গৌর হে)।
2 thoughts on “কার ভাবে গৌর বেশে Lyrics | Kar Bhabe Gour Beshe Lyrics”