ভব নদীতে কে যাও তুমি
Bhobo Nodite Ke Jau Tumi
ভব নদীতে কে যাও তুমি Lyrics
Bhobo Nodite Ke Jau Tumi Lyrics
গীতিকারঃ শাহ্ মিলাদূর আবেদ (মিলাদ)
ভব নদীতে কে যাও তুমি Lyrics
ভব নদীতে কে যাও তুমি
রঙিন পাল উড়াইয়া রে ভাবেরও নাইয়া।
আমারে নিবায়নি নাউ ভিড়াইয়া।
ভাবের নাইয়া রে…
প্রেমে যদি হয়রে মরন,
তবে আমার সার্থক জীবন।
আশায় আছি বন্দুর পানে চাইয়া।
ভাবের নাইয়া রে…
দেখিলে মোর বন্ধুয়ার মুখ,
মনেতে পাইবোরে সুখ।
দেখব তারে নয়নও ভরিয়া।
অচিন দেশে বন্দু আছে,
নিয়ে চলো তাহার কাছে।
বলি আমি মিনিতি করিয়া (।।)
রে ভাবেরও নাইয়া।
ভাবের নাইয়া রে…
কপাল পোড়া আমি বুঝি,
কিছুই না করিলাম পুঁজি।
ভব পারে আছিরে দাড়াইয়া (।।)
রে ভাবেরও নাইয়া।