কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে Lyrics
Kaliya Sonare Goto Nishi Kothay Chile Lyrics
কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে Lyrics
কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে
তোমারও লাগিয়া মালাটি গাথিয়া
তোমারও লাগিয়া মালাটি গাথিয়া
ছিরে ফেলেছি সকালে গত নিশি কোথা ছিলে
কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে…
কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে
গজমোতির হার তোমার কন্ঠে জুড়েছে
কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে
গজমোতির হার তোমার কন্ঠে জুড়েছে
ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি
ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি
সিদুর আড়ানো কপালে…গত নিশি কোথা ছিলে
কালিয়া সোনারে…গত নিশি কোথা ছিলে
আসিবে বলে কথাটি দিলে
নিশি ফুরিয়ে গেলো ফিরে না এলে
আসিবে বলে কথাটি দিলে
নিশি ফুরিয়ে গেলো ফিরে না এলে
ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি
ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি
সিঁদুর আড়ানো কপালে..গত নিশি কোথা ছিলে
কালিয়া সোনারে…গত নিশি কোথা ছিলে
তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া
তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া
ছিঁড়ে ফেলেছি সকালে..গত নিশি কোথা ছিলে
কালিয়া সোনারে…গত নিশি কোথা ছিলে
কালিয়া সোনারে…গত নিশি কোথা ছিলে
Kaliya Sonare Goto Nishi Kothay Chile Lyrics (Other Version)
গত নিশি কোথায় ছিলে
ও বাঁকা শ্যাম
প্রভাতে জ্বালাতে এলে কেনে
প্রভাতে জ্বালাতে এলে
গত নিশি কোথায় ছিলে
নিঠুর কালিয়া সোনারে সোনা
গত নিশি কোথায় ছিলে।।
আসিবে শ্যাম বলে তুমি
কথা দিয়া ছিলে
রজনি পোহাইয়া গেল
তুমি না আসিলে।।
সারা নিশি জাগিয়া
মালাটি গাঁথিয়া
ছিঁড়ে ফেলেছি সকালে
কঙ্কনেরও দাগ তোমার
অঙ্গেতে লেগেছে
কোন নারীর হার তোমার
গলেতে ঝুলেছে।।
ঢলঢল আঁখি
কালি পরা দেখি
সিঁদুর মেখেছে কপালে
ও নিঠুর নিদারুন শ্যাম
তোমারি কারণে আমি
সব কিছু হারালাম
সব কিছু হারালাম।।
লীলা কেঁদে বলে
ভাসি নয়ন জলে
জীবনটা গেল বিফলে
1 thought on “কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে Lyrics | Kaliya Sonare Goto Nishi Kothay Chile Lyrics”