জয়ধ্বনি Lyrics
Joyodhoni Lyrics
Durga Puja Special
Directed & Produced by Joy Deb
Videography & Edits : Anupam Goswami
Makeup Artist : Arpita Biswas
Music : Tapas Dhar
Lyrics : Saikat Sarkar
Composer : Surajit Patari
Recording Artist : Ifran Ul Jamal
Singer : Ankita Roy,
Ankita Debnath,
Ankita Ghosh,
Kishan Das,
Sani Shil,
Subhra Bikash Dey,
Sunanda Saha,
Tapas Dhar
আগমনী গান
দুর্গা পূজার গান
Special Thanks To Sukanta Debnath, Dipen Rakshit (Drone)
ত্রিপুরার ব্রজপুর পঞ্চায়েতের গ্রামবাসীদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।
জয়ধ্বনি Lyrics
আশ্বিন মাসে অকালবোধন পরলো ঢাকে কাঠি
ভগবতী অঙ্গে মাখে কুমোরটুলির মাটি
ভগবতীর রূপ দেখিয়া হইলো পাগল ভোলা
ত্রিভুবনে লাগছে দেখো শারদীয়ার দোলা
শিউলি ফুলের গন্ধে বিভোর সানন্দীয় কাশে
মায়ের লাগি বান্ধরে ঘর বান্ধ বেতে বাঁশে
পোলা মাইয়া সাথে আইলো আইলো মৈষাসুর
দেবীপক্ষের হইলো শুরু আয়োজন কদ্দুর
আরে জয়ধ্বনি করো সবাই —
আরে জয়ধ্বনি করো সবাই জয় মা দুগ্গা বলে ×2
বছর পরে মা আইছে আইছেরে মা চলে
ও জ্যাঠা —
ঢাক বাজাও ঢাক বাজাও সাথে বাজাও কাঁসা
ধুনচি লইয়া নাচো সবাই নাঁচ হইয়া যাক খাসা
জয়মা দূর্গা দুর্গতিনাশিনী বিপদতারিনী জয়মা দূর্গা
কৈলাশ ছাড়ি বাপের বাড়ি সোয়ামী ডারে থুইয়া
বেলতলাতে বিলোষষ্ঠী ছানাপোনা লইয়া
সকাল সকাল সপ্তমীতে মন্ডপে মন্ডপে
বরণডালা সাজাও তোমরা ফুলে ফলে ধূপে
ও জ্যাঠা –
ঢাক বাজাও ঢাক বাজাও সাথে বাজাও কাঁসা
ধুনচি লইয়া নাচো সবাই নাঁচ হইয়া যাক খাসা
জয়মা দূর্গা দুর্গতিনাশিনী বিপদতারিনী জয়মা দূর্গা ×2
অষ্টমীতে অঞ্জলীতে অন্নভোগের মাঝে
সাজো সাজো রূপবতী সাজো রাঙা সাজে ×2
সন্ধ্যিপূজো যজ্ঞহোমে কমলে আর ঘিতে
ইচ্ছা যত মায়ের কাছে কৈয়ো নবমীতে
ও জ্যাঠা –
ঢাক বাজাও ঢাক বাজাও সাথে বাজাও কাঁসা
ধুনচি লইয়া নাচো সবাই নাঁচ হইয়া যাক খাসা ×2
জয়মা দূর্গা দুর্গতিনাশিনী বিপদতারিনী জয়মা দূর্গা ×2
ঐ নদীতে ভাসান দিবি যখন আমার মারে
যতন কৈরা ভাসাইয়া দিস যেনো ভাঙেনারে
দুর বেটি তুই আয়ছ কেরে অল্প দিনের জন্য
তোর যাবার কালে পরাণ কান্দে মনটারে বিষণ্ণ ×2
দশমিতে সিঁদুর খেলি নোনাজলে আঁখি
আবার কবে আইবিরে মা চাইয়া শুধু থাকি ×2
মা – কান্দিসনা আমি আবার আমু (ডাইলগ)
ও জ্যাঠা-
ঢাক বাজা ঢাক বাজা মারে বিদায় দে
আসছে বছর আবার হবে আবার হবেরে ×2
জয়মা দূর্গা দূর্গতিনাশিনী বিপদতারিনী জয়মা দূর্গা ×2