জনম জনম ধরে প্রেমপিয়াসী
দুটি আঁখি নিশি জাগে
দূরের চাঁদের পরশ লাগি
কাঁদে চকোরী অনুরাগে
জনম জনম ধরে প্রেমপিয়াসী
Jonomo Jonomo Dhore Premo Piyashi
ছায়াছবি: দেবদাস (১৯৮২)
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: খন্দকার নূরুল আলম
শিল্পী: সাবিনা ইয়াসমিন
Jonomo Jonomo Dhore Premo Piyashi Lyrics
[জনম জনম ধরে প্রেমপিয়াসী]-২
[দুটি আঁখি নিশি জাগে]-২
[দূরের চাঁদের পরশ লাগি]-২
কাঁদে চকোরী অনুরাগে।
[আমার আঁধার জীবনে বঁধু
তুমি জোছনারই রেখা
নিশি পোহালে যাবে হারিয়ে
সেতো নিয়তিরই লেখা]-২
[(এই) জীবন যৌবন ফুল হবে নাতো]-২
শত বসন্তেরও রাগে
[দুটি আঁখি নিশি জাগে]-২
[সুখের বাসর রচিব বুকে
সেতো দারুণ দুরাশা
কেঁদে কেঁদেও আশা নেভে না
হায়রে অবুঝ ভালোবাসা]-২
[(এই) হৃদয় কাঞ্চন যায় নাতো ঢাকা]-২
শত কলঙ্কেরও দাগে
দুটি আঁখি নিশি জাগ
[দূরের চাঁদের পরশ লাগি]-২
[কাঁদে চকোরী অনুরাগে]-২
[জনম জনম ধরে]-২
প্রেমপিয়াসী
[দুটি আঁখি নিশি জাগে]-৫