Jokhon Chand Ghumiye Pore Lyircs | যখন চাঁদ ঘুমিয়ে পড়ে

Jokhon Chand Ghumiye Pore Lyircs
যখন চাঁদ ঘুমিয়ে পড়ে

Jokhon Chand Ghumiye Pore Lyircs

যখন চাঁদ ঘুমিয়ে পড়ে
আঁধার আকাশটাকে ফেলে,
শুধু আমি জেগে থাকি
তোমার ছবি বুকে নিয়ে।
জেগে থাকি আকাশের তারায়
মিলিয়ে যায় সব যেন কোথায়,
জানি এই রাত শেষে
ফিরবে না তুমি আর।
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি,
কল্পনাতে কেন যে
তোমার হাসি শুনি।
মেঘের দেশে কি এখনো তুমি
হারাও আনমনে?
কবিতা কি লেখো
এখনো আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন
তোমার ওই শরীরে,
আমার ছোঁয়া কি পাও
বৃষ্টির সাথে আনমনে?
বৃষ্টি ভেজা এই শরীরে
কান্না দেখে না কেউ আমার,
অন্ধকার এই ঘরে
ডাকি না কাউকে যে।
পড়ি না আর সেই কবিতা
দেখিনা যে আর জোছনা,
অনুভূতিহীন দেয়ালে
বন্দি যেন একা।
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি,
কল্পনাতে কেন যে
তোমার হাসি শুনি।
মেঘের দেশে কি এখনো
তুমি হারাও আনমনে?
কবিতা কি লেখো
এখনো আমায় ভেবে?
তোমার ওই শরীরে,
আমার ছোঁয়া পাও কি
বৃষ্টির সাথে আনমনে?
ভেঙ্গে যাক তোমার আমার
মাঝের ওই দেয়াল টা,
এই যে দেখো দাঁড়িয়ে আমি
তোমার হাত ধরব বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *