জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো Lyrics | Jibone Jodi Dip Jalate Nahi Paro Lyrics

জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো Lyrics | Jibone Jodi Dip Jalate Nahi Paro Lyrics

জীবনে যদি দীপ
Jibone Jodi Dip
তাল: কাহারবা (৮ মাত্রা)
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: সতীনাথ মুখোপাধ্যায়
শিল্পী: সতীনাথ মুখোপাধ্যায়

 

জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো Lyrics


জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো
সমাধি পরে মোর জ্বেলে দিও
এখনো কাছে আছি তাইতো বোঝনা
আমি যে তোমার কত প্রিয়।
হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম
বুঝিতে তুমি ওগো কি যে তারি দাম
আমি যে অসহায় আমার এ অপরাধ
পারো তো ক্ষমা করে নিও।
যেদিন চিরতরে হারায়ে যাব আমি
ভাঙ্গিবে ভুল তব তোমারে পাবো আমি
সেদিন ডাকো যদি এ নাম ধরে হায়
রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায়
তবুতো আমায় পাবেনা খুঁজে আর
বিরহে হবো জানি বরণীয়
জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো
সমাধি পরে মোর জ্বেলে দিও।

 

Jibone Jodi Dip Jalate Nahi Paro Lyrics

 

জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো
সমাধি পরে মোর জ্বেলে দিও।
এখনো কাছে আছি তাই তো বোঝনা
আমি যে তোমার কত প্রিয়।।
হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম
বুঝিতে তুমি ওগো কি যে তারি দাম
আমি যে অসহায় আমার এ অপরাধ
পার তো ক্ষমা করে নিও।।
যেদিন চিরতরে হারায়ে যাব আমি
ভাঙিবে ভুল তব তোমারে পাব আমি।
সেদিন ডাক যদি এ নাম ধরে হায়
রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায়
তবুও আমায় পাবে না খুঁজে আর
বিরহী হব জানি বরণীয়।।


মূল শিল্পী : সতীনাথ মুখোপাধ্যায়।
লাইভ শিল্পী : সুমন ভট্টাচার্য্য।

 

জীবনে যদি দীপ

 

“জীবনে দীপ”
জীবনে যদি দীপ
জ্বালাতে নাহি পারো. . .
সমাধী পরে মোর.. জ্বেলে দিও. .
জীবনে যদি দীপ
জ্বালাতে নাহি পারো. . .
সমাধী পরে মোর..জ্বেলে দিও. .
এখনো কাছে আছি. .
তাই তো বোঝোনা..
আমি যে তোমার কত প্রিয়. . .
জীবনে যদি দীপ
জ্বালাতে নাহি পারো. . .
সমাধী পরে মোর..জ্বেলে দিও. .
হৃদয় চিরে যদি,দেখাতে পারিতাম
বুঝিতে তুমি ওগো..কি যে তারই দাম
হৃদয় চিরে যদি,দেখাতে পারিতাম..
বুঝিতে তুমি ওগো..
কি যে তারই দাম
আমি যে অসহায়,আমার এ অপরাধ..
পারো তো ক্ষমা, করে নিও..
জীবনে যদি দীপ
জ্বালাতে নাহি পারো. . .
সমাধী পরে মোর..জ্বেলে দিও. .
যেদিন চিরতরে,হারায়ে যাব আমি
ভাঙ্গিবে ভুল তব
তোমারে পাবো আমি..
সেদিন ডাকো যদি,এ নাম ধরে হায়
রুধীর হয়ে যদি অশ্রু ঝরে যায়
সেদিন ডাকো যদি,এ নাম ধরে হায়
রুধীর হয়ে যদি অশ্রু ঝরে যায়
তবুতো আমায়,পাবেনা খুঁজে আর
বিরহে হবো জানি বরনীয়
জীবনে যদি দীপ
জ্বালাতে নাহি পারো..
সমাধী পরে মোর জ্বেলে দিও. .

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *