জীবন নদীর ঘূর্ণিপাকে Lyrics
Jiban Nadir Ghuripake Lyrics
জীবন নদীর ঘূর্ণিপাকে
Jiban Nadir Ghuripake
কথা: কানু বর্মন
সুর: চন্দ্রকান্ত নন্দী
কণ্ঠ: গোষ্ঠ গোপাল দাস
জীবন নদীর ঘূর্ণিপাকে Lyrics
[জীবন নদীর ঘূর্ণিপাকে
আর কতকাল বাইবি খেয়া মন]-২
[ঈশান কোণে মেঘ জমেছে]-২
দেখনা রে তোর শিয়রে শমন।
[মায়া পাকে ডুবে রইলি
মানিক ভেবে রাং কুড়ালি]-২
এবার যোগ বিয়োগে শূন্য পেলি যোগ
এবার যোগ বিয়োগে শূন্য পেলি
সব খোয়ালি জনমের মতন।
[ভাঙ্গা দাঁড় আর জীর্ণ তরী
ঝড় তুফান উঠেছে ভারি]-২
এবার ডুববে রে তোর সাধের তরী ডুববে
এবার ডুববে রে তোর সাধের তরী
কেউ হবে না সাথিরে তখন।
জীবন নদীর ঘূর্ণিপাকে
[আর কতকাল বাইবি খেয়া মন]-২