Jiban Khatar Prati Patay Lyrics | জীবন খাতার প্রতি পাতায়

Jiban Khatar Prati Patay Lyrics
জীবন খাতার প্রতি পাতায়
Song : Jiban Khatar Prati Patay
Movie : Deya Neya (1963)
Vocal And Music : Shyamal Mitra
Lyricist : Gauriprasanna Mazumder
Director : Sunil Banerjee

Jiban Khatar Prati Patay Lyrics

জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ,
কিছুই রবেনা।
লুকোচুরির এই যে খেলায়
প্রানের যত দেওয়া নেওয়া,
পূর্ণ হবেনা ..
জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ,
কিছুই রবেনা।।
কন্ঠ ভরা এ গান শুনে
ছুটে তুমি এলে দ্বারে,
চোখে দেখে এতো করেও
চেনোনিতো কভু তারে,
অবহেলা সহেও তবু
আমায় তুমি নাওগো ডেকে,
সে তো কবেনা ..
জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ,
কিছুই রবেনা।।
যে আঁখি হয়না খুশি
আকাশ ভরা তারা দেখে,
সেই হাসে কাঁচের ঝাড়ে
মোমের বাতি জ্বেলে রেখে।
জানি আমি আমারে নয়
এ গান আমার ভালোবাসো,
নিজের ভুলে পথের ধুলায়
পরশ মানিক ফেলে আসো,
তোমার গানের ঐ ঠিকানায়
দেখেও আমায় তবু কি গো,
ডেকে লবেনা ..
জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ,
কিছুই রবেনা ..
লুকোচুরির এই যে খেলায়
প্রানের যত দেওয়া নেওয়া
পূর্ণ হবেনা ..

জীবন খাতার প্রতি পাতায়

জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখ হিসাব নিকাষ
কিছুই রবে না ।
লুকোচুরির এই যে খেলা
প্রাণের যত দেয়া নেয়া
পুর্ন হবে না ।।

কণ্ঠ ভরা এ গান শুনে-
ছুটে তুমি এলে দ্বারে ।
চোখে দেখে এত করেও
চেননিতো কভু তারে ।
কণ্ঠ ভরা এ গান শুনে-
ছুটে তুমি এলে দ্বারে ।
চোখে দেখে এত করেও
চেননিতো কভু তারে ।
অবহেলা সহেও তবু
আমায় তুমি নাও গো ডেকে
সেতো কবে না ।।

যে আঁখি হয়না খুশি
আকাশ ভরা তারা দেখে ।
সেই হাসি কাচের ঝারে
মোমের বাটি জ্বেলে রেখে ।
যে আঁখি হয়না খুশি
আকাশ ভরা তারা দেখে ।
সেই হাসি কাচের ঝারে
মোমের বাটি জ্বেলে রেখে ।

জানি আমি আমার এ মন
এ গান আমার ভালবাসুক ।
নিজের ভুলে পথের ধুলে
পরশ মানিক ফেলে আসুক ।

তোমার প্রাণের ওই ঠিকানে
দেখেও আমায় তবু কি গো
ডেকে রবে না ।।

Song: Jibon Khatar Proti Patay
Movie : Deya Neya (1963)
Artist : Shyamal Mitra
Music Director : Shyamal Mitra
Lyricist : Gauriprasanna Mazumder
Star Casting : Uttam Kumar, Tanuja, Pahari Sanyal, Chhaya Debi, Tarun Kumar, Lili Chakraborty, Kamal Mitra, Jahar Roy

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *