জাগো জাগো যোগেশ্বরী Lyrics
Jago Jago Jogeshwari Lyrics
আগমনী | Durga Puja
সুর- প্রচলিত
তাল- ঝাঁপ তাল
কণ্ঠে : স্বামী সামপ্রিয়ানন্দ
চিত্রাঙ্কন : ছন্দক মজুমদার
আগমনী গান
দুর্গা পূজার গান
জাগো জাগো যোগেশ্বরী Lyrics
জাগো জাগো যোগেশ্বরী দুর্গে দুর্গতিনাশিনী।
অকাল বোধনে জাগো বিল্বমূলে কাত্যায়নী। (মা)
সঙ্কটে বাসব তোমা বোধিয়া পরমেশ্বরী,
অবহেলাক্রমে রণে বধিলা দুরন্ত অরি,
রাবণ বিনাশ তরে রাখিতে শ্রীরঘুবরে,
অকালে ব্রহ্মা কাতরে বোধিলা বিশ্বজননী॥ (মা)
মহিষাসুর নাশিতে ডাকে কাত্যায়ন মুনি,
সন্ধ্যাকালে বিল্বমূলে দেখা দিলে কাত্যায়নী,
নিরাকারা কৃপা করি সাজিলে বিচিত্রা নারী,
কনক চম্পক গৌরী তেজে কোটি সৌদামিনী॥ (মা)
পূর্ণেন্দু সদৃশাননা অধরে মধুর হাসি
ভালে অর্ধচন্দ্ররেখা সিংহোপরি মুক্তকেশী
দশভূজা রণবেশী অঙ্গে মরকত রাশি,
ষোড়শী হররূপসী ত্রিনয়না ত্রিভঙ্গিনী॥ (মা)
সঙ্কটে পড়িয়া আজি কাতরে মা ভবপ্রীতা
নিশিমুখে বিল্বমূলে ডাকে গো বিশ্বপ্রসূতা,
নিবারি সর্ব বিপদে রাখো মা অভয়পদে,
জাগো মধুর শরতে শরচ্চন্দ্র নিভাননী॥ (মা)