Hajur Gachot Udiballai Lyrics | হাজুর গাছত উডিবাল্লাই

Hajur Gachot Udiballai Lyrics
হাজুর গাছত উডিবাল্লাই
আইটেম গানের প্রচলন শুরু হয়েছে আমাদের দেশে… কিছুদিন আগে “আমাদের গল্প”টেলিফিল্ম এ আঞ্চলিক ভাষায় গান ছিলো “সুরাইয়া”… গানটা অনুবাদ সহ দেওয়া হলো…

Hajur Gachot Udiballai Lyrics

হাজুর গাছত উডিবাল্লাই, — খেজুর গাছে উঠার জন্য
রসর ঠিল্লা ফারিবারলাই. – রসের হাড়ি পাড়ার জন্য
লঙ্গীর গোচা বান্ধিলু ইকবাইল্লাহ… – লুঙ্গির গোছা বাঁধল ইকবাল
পইর পারত জেডা চিক্কারায়, — পুকুর পাড়ে জেঠা চেঁচায়
উডানত বই নানি চিক্কারায় — ঊঠানে বসে নানি চেঁচায়
কইলজ্জা ধুপ ধুপারদে হন ডইল্লা – কলিজা ধুঁক ধুঁক করে কোন তালে।
হন মতে বেরাই ধরি,– কোনভাবে জড়াই ধরে
ঠিল্লার মাথা চিবি ধরি –- হাড়ির মাথা চেপে ধরে
লুঙ্গি তুলি চোখ খাডি দিল দূর… – লুঙ্গি তুলে চোখ বন্ধ করে দিল দৌড়
চোরাইয়া হাইয়্যে ধরা,– চোর খাইছে ধরা
হন্ডে গেলি ধুরু মরা, — কই গেলি ধুর মরা
ঠিল্লা লই ধাইয়্যেদে চোরা! — হাড়ি নিয়ে পালাইলো চোর
চোরাইয়া….ধাই যারগুই ধাই যারগুই.— চোর পালিয়ে গেলো, পালিয়ে গেলো
“হত কিচ্ছা গইরলো চোরা রস হাইবার লাই,– কত কাহিনী করল চোর রস খাওয়ার জন্য
হদুয়া মানুষ দুরাইয়্যে তারে, তার হনো ঠিক নাই। — কত মানুষ ঘুরাইছে (ঠকাইছে) তারে, তার কোন ঠিক নাই
হোনোমতে বেরাই ধরি, ,– কোনভাবে জড়াই ধরে
ঠেইল্লার মাথা চিবি ধরি, –- হাড়ির মাথা চেপে ধরে
লুঙ্গি তুলি চোখ খাডি দিল দুর… চুরাই>> লুঙ্গি তুলে চোখ বন্ধ করে দিল দৌড় … চোরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *