গিরিরাজ হে জামায়ে এনো মেয়ের সঙ্গে Lyrics
Giriraj He Jamaye Eno Meyer Songe Lyrics
গিরিরাজ হে, জামায়ে এনো মেয়ের সঙ্গে
আগমনী গান
দুর্গা পূজার গান
অক্ষয়চন্দ্র সরকার
গিরিরাজ হে জামায়ে এনো মেয়ের সঙ্গে Lyrics
গিরিরাজ হে, জামায়ে এনো মেয়ের সঙ্গে।
মেয়ের যেরূপ মন, মায়ে বোঝে যেমন,
পুরুষ পাষাণ তুমি, বুঝ না তেমন,
তাই শিবের নাম করি, আমার নাম ধরি,
উপহাস করিতেছ রঙ্গে॥
আমি ভুলি নাই আরবারের কথা,
মায়ের মনে, আমি মা হয়ে দিয়াছি ব্যথা,
উমা এলো বাহিরদুয়ারে,
কোলে করি ত্বরা ক’রে, জিজ্ঞাসি উমারে,
“আমার শিব তো আছেন ভাল?”
উমা বলে – “আছেন ভাল”, – চোখে দেয় অঞ্চল,
বলে – “চোখে কি হলো? আমার চোখে কি হলো?”
আমি বুঝিনু সকল, কেন চোখে দেয় অঞ্চল,
হিয়ের জল ঝিয়ের চোখে উথলিল,
জামায়ের প্রসঙ্গে॥
আমি ভুলি নাই আরবারের কথা,
সরমে মরমের কথা, হিয়েয় আছে গাঁথা।
কার্তিকে রাখিয়া বুকে, নাচায় গৌরী থেকে থেকে,
সোনার কার্তিক তোমায় দেখে, উঠে চমকে;
বলে তোমায় দেখিয়ে – “মা, ও মা, ও কে দাঁড়ায়ে?”
উমা বলে – “তোমার দাদা ঐ, বাবা, আমার বাবা ঐ।”
বাপ-সোহাগে বাপের ছেলে, জড়িয়ে মায়ের ধরে গলে,
বলে – “মা, আমার বাবা কই,
বাবা কেন এল না, ও মা বল না!”
ব’লে কেশে ধ’রে টানে, উমা চাহি আমার পানে,
বলে – “কেন এলেন না, তোমার দিদি জানে।”
আমি সেই অবধি, সরমে মরমে আছি মনোভঙ্গে॥