গঙ্গাজল নেই তো আমার Lyrics
Ganga Jol Nei To Aamar Lyrics
গঙ্গাজল নেই তো আমার
Ganga Jol Nei To Aamar
কন্ঠ: অনুরাধা পাড়োয়াল
গঙ্গাজল নেই তো আমার Lyrics
[গঙ্গাজল নেই তো আমার
আছে অশ্রুধারা
চরণ যুগল ধুইয়ে দেব
আয় না মাগো তারা]-২
গঙ্গাজল নেই তো আমার
আছে অশ্রুধারা।
[কী দিয়ে মা অর্ঘ্য দেব
পুষ্প বিল্বপত্র কই,
মন্ত্র তন্ত্র নেই তো জানা,
তোমার পূজায় পাইনা থই]-২
হৃদয়টাকে অর্ঘ্য দেব
মন্ত্র কেবল তারা
চরণ যুগল ধুইয়ে দেব
আয় না মাগো তারা
গঙ্গাজল নেই তো আমার
আছে অশ্রুধারা।
[বনের পশু খুঁজব কোথায়
বলী দেবার কিছুই নাই
ষড়রিপু দেব বলী
মনের মাঝে খুঁজলে পাই]-(২)
[জপতপ নেই তো জানা
জানি তোমার নাম
ক্ষমার তরী দেব তোমায়,
আমার সর্বকাম]-২
নাই দেবার তরে আছে
ভক্তি ঝর্নাধারা,
চরণ যুগল ধুয়ে দেব
আয় না মাগো তারা।
গঙ্গাজল নেই তো আমার
আছে অশ্রুধারা
চরণ যুগল ধুইয়ে দেব
আয় না মাগো তারা
গঙ্গাজল নেই তো আমার
আছে অশ্রুধারা।
Ganga Jol Nei To Aamar Lyrics
[Gangajal nei to amar
Ache oshrudhara
Choron jugol dhuiye debo
Ay na mago Tara]-2
Gangajal nei to amar
Ache oshrudhara.
[Ki diye ma orghyo debo
Pushpo bilbopotro koi,
Montro tontro nei to jana,
Tomar pujay paina thoi]-2
Hridoytake orghyo debo
Montro kebol Tara
Choron jugol dhuiye debo
Ay na mago Tara
Gangajal nei to amar
Ache oshrudhara.
[Boner poshu khujbo kothay
Boli debar kichui nai
Shororipu debo boli
Moner majhe khujle pai]-(2)
[Jopotopo nei to jana
Jani tomar nam
Khomar tori debo tomay,
Amar shorbokam]-2
Nai debar tore ache
Bhokti jhornadhara,
Choron jugol dhuye debo
Ay na mago Tara.
Gangajal nei to amar
Ache oshrudhara
Choron jugol dhuiye debo
Ay na mago Tara
Gangajal nei to amar
Ache oshrudhara.
গানের মৌলিক তথ্য (Song’s Basic Information)
গানের নাম (Song Title): গঙ্গাজল নেই তো আমার (Ganga Jol Nei To Aamar)
কণ্ঠশিল্পী (Singer): অনুরাধা পাড়োয়াল (Anuradha Paudwal)
ধরণ (Genre): শ্যামা সঙ্গীত / ভক্তিগীতি (Shyama Sangeet / Devotional Song)
বিষয়বস্তু (Theme): দেবীর প্রতি আত্মনিবেদন ও ভক্তি (Self-surrender and devotion to Goddess Tara/Kali)
গঙ্গাজল নেই তো আমার লিরিক্স (Ganga Jol Nei To Aamar Lyrics) – অনুরাধা পাড়োয়াল
“গঙ্গাজল নেই তো আমার” একটি অত্যন্ত জনপ্রিয় এবং আবেগময় বাংলা শ্যামা সঙ্গীত। প্রখ্যাত সঙ্গীতশিল্পী অনুরাধা পাড়োয়ালের সুমিষ্ট ও ভক্তিপূর্ণ কণ্ঠে গাওয়া এই গানটি ভক্তদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।
এই গানটি চিরাচরিত পূজা পদ্ধতির বাইরে গিয়ে বিশুদ্ধ ভক্তির কথা বলে। গানে ভক্ত তার মা তারার কাছে আকুতি জানাচ্ছেন যে, তাঁর কাছে পূজার জন্য দামী উপাচার যেমন—গঙ্গাজল, পুষ্প, বিল্বপত্র বা মন্ত্র-তন্ত্রের জ্ঞান নেই। কিন্তু তাঁর আছে চোখের জল বা ‘অশ্রুধারা’, যা দিয়েই তিনি মায়ের চরণ ধুয়ে দিতে চান।
গানটিতে বাহ্যিক পশুবলির পরিবর্তে নিজের ‘ষড়রিপু’ (কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য)-কে বলি দেওয়ার কথা বলা হয়েছে, যা হিন্দু আধ্যাত্মিকতার এক গভীর দর্শন। যারা মা কালীর ভজনা করেন এবং শ্যামা সঙ্গীতের লিরিক্স খুঁজছেন, তাদের জন্য এই গানটি একটি অমূল্য সম্পদ।
গানটি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর (FAQ about the Song)
প্রশ্ন: “গঙ্গাজল নেই তো আমার” গানটির শিল্পী কে? উত্তর: এই জনপ্রিয় শ্যামা সঙ্গীতটি গেয়েছেন বিশিষ্ট শিল্পী অনুরাধা পাড়োয়াল।
প্রশ্ন: এই গানে ‘ষড়রিপু’ বলতে কী বোঝানো হয়েছে? উত্তর: গানে বনের পশুবলি না দিয়ে মনের ভেতরের ‘ষড়রিপু’ বা ছয়টি শত্রু (কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য)-কে বিসর্জন বা বলি দেওয়ার কথা বলা হয়েছে। এটি আত্মশুদ্ধির প্রতীক।
প্রশ্ন: গানটি কোন দেবীর উদ্দেশ্যে গাওয়া? উত্তর: এই গানটি মা তারা বা মা কালীর উদ্দেশ্যে নিবেদিত।
প্রশ্ন: “Ganga Jol Nei To Aamar” গানের লিরিক্স বাংলা ও ইংরেজিতে কোথায় পাবো? উত্তর: এই পেজেই গানটির সম্পূর্ণ লিরিক্স বাংলা এবং ইংরেজি উচ্চারণে (Roman Script) নির্ভুলভাবে দেওয়া হয়েছে।

