এসেছিস মা থাক না Lyrics
Esechis Maa Thak Na Lyrics
এসেছিস মা থাক না
আগমনী গান
দুর্গা পূজার গান
এসেছিস মা থাক না Lyrics
এসেছিস মা, থাক না
মাগো দিনকতক,
হয়েছিস ডাগরডোগর
এখন কিসের ভয় এত।
বলিস যদি, আনি মা জামাই
সকালে লোক কৈলাসে পাঠাই,
সবাই মিলে করব যতন
যোগাব তার মনমতো।
খল-কপট নাই কো তার মনে
যে যা খুশি দেবে তার সনে,
মান-অভিমান তার মনে নাই
কুচুটে তো তুই যত।
এখন বুঝি ঘর চিনেছিস
তাই হয়েছি পর,
তখন কেঁদে ভাসিয়ে দিতিস
নিতে গেলে হর,
সোঁপে দিছি পরের হাতে
নাই কো আমার জোর তত।