এমন মধু মাখা কৃষ্ণ নামে | Emon Madhu Makha Krishna Naame

এমন মধু মাখা কৃষ্ণ নামে
Emon Madhu Makha Krishna Naame
ভজন
কথা ও সুর: প্রচলিত

 

এমন মধু মাখা কৃষ্ণ নামে


[এমন মধু মাখা কৃষ্ণ নামে
আমার মন তো মজে না]-২
ওই হরি নামে পাষাণ গলে
আমার মন পাষাণ তো গলে না
মন তো মজে না
এমন মধু মাখা কৃষ্ণ নামে
আমার মন তো মজে না।
[আমার মন হয়েছে কাজের সঙ্গী
কেমনে তারে বোঝাই রাখি গো]-২
[আমার কুপথে মন সদাই চলে
সুপথে মন চলে না]-২
মন তো মজে না
এমন মধু মাখা কৃষ্ণ নামে
আমার মন তো মজে না।
[আমার মন যদি বৈরাগী হত
সদাই কৃষ্ণ নামটি লইতো গো]-২
[বুঝি আমার কর্মদোষে
কৃষ্ণ কৃপালাভ হলো না]-২
মন তো মজে না
এমন মধু মাখা কৃষ্ণ নামে
আমার মন তো মজে না।
ওই হরি নামে পাষাণ গলে
আমার মন পাষাণ তো গলে না
মন তো মজে না
এমন মধু মাখা কৃষ্ণ নামে
আমার মন তো মজে না।

 

Emon Madhu Makha Krishna Naame

Check Also

হারিয়ে গেছে ব্রজের কানাই Lyrics | Hariye Geche Brojer Kanai Lyrics

হারিয়ে গেছে ব্রজের কানাই Lyrics Hariye Geche Brojer Kanai Lyrics Kazi Najrul Islam নজরুল গীতিনজরুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *