Elo Je Maa Lyrics | এলো যে মা Lyrics | Challenge 2 | Dev | Puja | Abhijeet | Shreya | Jeet Gannguli

Elo Je Maa Lyrics

এলো যে মা Lyrics

Elo Je Maa (এলো যে মা) | Challenge 2 | Dev | Puja | Abhijeet | Shreya | Jeet Gannguli
Credits:
Music: Jeet Ganguly
Singer : Abhijeet & Shreya Ghoshal.
lyricist : Priyo Chattopadhyay

আগমনী গান
দুর্গা পূজার গান

 

Table of Contents

Elo Je Maa Lyrics



এ ঢাকি, ঢাক বাজা তো
এলো যে মা
আমার মা, সবার মা
দুর্গা মা
ঢাকের ঢ্যাম-কুড়া-কুড়, বাজছে নূপুর
এলো যে পূজোর লগন
(ঢাকের ঢ্যাম-কুড়া-কুড়, বাজছে নূপুর
এলো যে পূজোর লগন)
মায়ের আলতাপায়ের আলতো ছোঁয়ায়
হলো যে অকালবোধন
(মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায়
হলো যে অকালবোধন)
তুমি থাকলে পাশে জীবন হাসে
দু’চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে, মা
তুমি যে মা
আমার মা
সবার মা
দুর্গা মা
বলো দুর্গা মাইকি (জয়)
হেই বলো দুর্গা মাইকি (জয়)
হেই বলো দুর্গা মাইকি (জয়)
নতুন সাজে, নতুন রঙে
সেজেছে সবারই মন
পূজোর দিনে, হাসি-গানে
কাটবে খুশিতে জীবন
মনের আশা, এই ভালোবাসা
কোনোদিনও মুছো না
ও মা, সবার প্রাণের শক্তি তুমি
দশভুজা প্রতিমা
তুমি যে মা
আমার মা
সবার মা
দুর্গা মা
বলো দুর্গা মাইকি (জয়)
বলো দুর্গা মাইকি (জয়)
বলো দুর্গা মাইকি (জয়)
তোরা কাঁসর বাজা, ঢাক-ঢোলক বাজা
জমিয়ে আরতি নাচ
ওরে ধুনুচি নাচা, বরণডালা সাজা
দশমী এলো রে আজ
(তোরা কাঁসর বাজা, ঢাক-ঢোলক বাজা
জমিয়ে আরতি নাচ
ওরে ধুনুচি নাচা, বরণডালা সাজা
দশমী এলো রে আজ)
ঢাকের ঢ্যাম-কুড়া-কুড়, বাজছে নূপুর
এলো যে পূজোর লগন
মায়ের আলতাপায়ের আলতো ছোঁয়ায়
হলো যে অকালবোধন
তুমি থাকলে পাশে জীবন হাসে
দু’চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে, মা
তুমি যে মা
আমার মা
সবার মা
দুর্গা মা
তুমি যে মা (ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন)
আমার মা (ফিরবে মা শিবের ঘরে)
সবার মা (চলে সিঁদুরে বরণ, তবু কাঁদে সবার মন)
দুর্গা মা (আসবে মা বছর পরে)



এলো যে মা Lyrics

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *