এলো গিরিনন্দিনী Lyrics
Elo Girinandini Lyrics
এলো গিরিনন্দিনী, লয়ে সুমঙ্গলধ্বনি
আগমনী গান
দুর্গা পূজার গান
কমলাকান্ত ভট্টাচার্য
এলো গিরিনন্দিনী Lyrics
এলো গিরিনন্দিনী, লয়ে সুমঙ্গলধ্বনি,
ঐ শুন গো রাণি।
চল বরণ করিয়ে, উমা আনি ধেয়ে,
কি কর পাষাণরমণী গো।
অমনি উঠিয়ে, পুলকিত হইয়ে,
ধাইল যেন পাগলিনী।
চলিতে চঞ্চল, খসিল কুণ্ডল,
অঞ্চল লয়ে ধরণী।
আঙিনার বাহিরে, হেরিয়ে গৌরীয়ে, দ্রুত
কোলে নিল রাণী। অমিয়া বরষি, উমামুখশশী,
চুম্বয়ে যেন চকোরিণী।
গৌরী কোলে করি, মেনকাসুন্দরী, ভবনে
লইল ভবানী। কমলাকান্তের, পুলকে অন্তর,
হেরি বিধু ও মুখখানি।