এখন কোনো কিছু কিনতে গেলে Lyrics | Ekhon Kono Kichu Kinte Gele Lyrics

এখন কোনো কিছু কিনতে গেলে Lyrics

Ekhon Kono Kichu Kinte Gele Lyrics

এখন কোনো কিছু কিনতে গেলে
Ekhon Kono Kichu Kinte Gele
অ্যালবাম: প্রেমিক সাধু
কথা: বিজন ভট্টাচার্য
সঙ্গীত: ভূষণ দুয়া
সুর ও শিল্পী: সুকণ্ঠ অধিকারী

 

এখন কোনো কিছু কিনতে গেলে Lyrics


[এখন কোনো কিছু কিনতে গেলে
ফ্রী দেয় একটা করে]-২
তাই বিয়ে করতে ভয় লাগে ভাই
যদি শ্যালী চাপায় ঘাড়েরে।
[এখন কোনো কিছু কিনতে গেলে
ফ্রী দেয় একটা করে]-২
তাই বিয়ে করতে ভয় লাগে ভাই
যদি শ্যালী চাপায় ঘাড়েরে
[কী বলি ভাই ভেবে না পাই]-৩
[কারো মামা যদি পিসিকে ভাই
ঘরের বউ করে]-২
তখন মামা হবে পিসির স্বামী
পিসে ডাকবে কারে রে
[কী বলি ভাই ভেবে না পাই]-৩
[(ও ভাই)জামায় সিঁদুর লাগে যদি
ট্রেনে,বাসের ভিড়ে]-২
দেখে লক্ষ্মী বউটি লাঠালাঠি
করতে তখন পারেরে
[কী বলি ভাই ভেবে না পাই]-৩
[আগে রাধা-কৃষ্ণ প্রেম করেছে
তারে বলে লীলা]-২
এখন তুমি আমি প্রেম করিলে
কেন বলে বিলারে?
[কী বলি ভাই ভেবে না পাই]-৩
[এখন কোনো কিছু কিনতে গেলে
ফ্রী দেয় একটা করে]-২
তাই বিয়ে করতে ভয় লাগে ভাই
যদি শ্যালী চাপায় ঘাড়েরে।
[কী বলি ভাই ভেবে না পাই]-২
কী বলি ভাই?

 

Ekhon Kono Kichu Kinte Gele Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *