এক সুন্দরী মাইয়া Lyrics
Ek Shundori Maiya Lyrics
Song: Ek Shundori Maiyaa
Singer: Jisan Khan Shuvo
Lyrics & Tune: Jisan Khan Shuvo | Band: [ F A N U S H ]Guitar: Shihab Rayhan
Music: Ankur Mahamud
এক সুন্দরী মাইয়া Lyrics
এক সুন্দরী মাইয়া আমার মন নিল কাড়িয়া
পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া
এক সুন্দরী মাইয়া আমার মন নিল কাড়িয়া
পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া
না পাইলে তার দেখা, যাব রে মরিয়া
না পাইলে তার দেখা, যাব রে মরিয়া
এক সুন্দরী—
এক সুন্দরী মাইয়া আমার মন নিল কাড়িয়া
পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া
এক সুন্দরী মাইয়া আমার মন নিল কাড়িয়া
পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া
ওরে, প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো
মুচকি হাসি দিয়া সে কই চলে গেলো?
তার কথা ভেবে আমার অন্তর দেয় কাঁদিয়া
বেহায়া মনটারে বুঝাইবো কী দিয়া?
প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো
মুচকি হাসি দিয়া সে কই চলে গেলো?
তার কথা ভেবে আমার অন্তর দেয় কাঁদিয়া
বেহায়া মনটারে বুঝাইবো কী দিয়া?
না পাইলে তার দেখা, যাব রে মরিয়া
না পাইলে তার দেখা, যাব রে মরিয়া
এক সুন্দরী—
এক সুন্দরী মাইয়া আমার মন নিল কাড়িয়া
পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া
এক সুন্দরী মাইয়া আমার মন নিল কাড়িয়া
পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া
হেই, কাজলকালো আঁখি রে তার, ঘনকালো চুল
সেই চুলে গাঁথা ছিল রক্তজবা ফুল
তার জন্যে জীবন আমার ধরতে পারি বাজি
সাত সমুদ্র ১৩ নদী পাড়ি দিতেও রাজি
কাজলকালো আঁখি রে তার, ঘনকালো চুল
সেই চুলে গাঁথা ছিল রক্তজবা ফুল
তার জন্যে জীবন আমার ধরতে পারি বাজি
সাত সমুদ্র ১৩ নদী পাড়ি দিতেও রাজি
না পাইলে তার দেখা, যাব রে মরিয়া
না পাইলে তার দেখা, যাব রে মরিয়া
এক সুন্দরী—
এক সুন্দরী মাইয়া আমার মন নিল কাড়িয়া
পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া
না পাইলে তার দেখা, যাব রে মরিয়া
না পাইলে তার দেখা, যাব রে মরিয়া
এক সুন্দরী—
এক সুন্দরী মাইয়া আমার মন নিল কাড়িয়া
পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া
এক সুন্দরী মাইয়া আমার মন নিল কাড়িয়া
পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া
পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া
পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া