Ek Purushe Kore Dhon Lyrics | এক পুরুষে করে ধন

Ek Purushe Kore Dhon Lyrics
এক পুরুষে করে ধন

Ek Purushe Kore Dhon Lyrics

এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।
এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।
আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই ।
আমার তিন পুরুষ, তিন পুরুষ
আমার তিন পুরুষ । (২)
দাদা-দাদি, নানা-নানি আরতো পিছে নাই
বাবা-মার পরে আমি আমার পরে নাই ।
দুনিয়াতে এসে দেখি ধন সম্পত্তি নাই ।
আমার তিন পুরুষ, তিন পুরুষ
আমার তিন পুরুষ । (২)
এই দুনিয়ার কোন কিছু সঙ্গে যাবে না ,
তিন পুরুষের এক পুরুষও কথা ভুলে না ।
শেষ পুরুষের ভাগে তবু ভিটা মাটি নাই
আমার তিন পুরুষ, তিন পুরুষ
আমার তিন পুরুষ । (২)
এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।
এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।
আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই ।
আমার তিন পুরুষ, তিন পুরুষ
আমার তিন পুরুষ । (২)

Check Also

a logo for keylyrics.com

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics | Hay Re Manush Rangin Fanush Lyrics

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics Hay Re Manush Rangin Fanush Lyrics হায়রে মানুষ রঙিন ফানুসHay …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *