এই পথ যদি না শেষ হয়
Ei Poth Jodi Na Shesh Hoy
ছায়াছবি : “সপ্তপদী”
কথা : গৌরীপ্রসন্ন মজুমদার।
সুর : হেমন্ত মুখোপাধ্যায়।
কন্ঠশিল্পী : হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়।
পর্দায় : উত্তম কুমার ও সুচিত্রা সেন।
—————————————-
এই পথ যদি না শেষ হয়
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হত তুমি বল তো?
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বল তো?
তুমিই বল..
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হত তুমি বল তো?
কোন রাখালের
ঐ ঘর ছাড়া বাঁশীতে সবুজের
ঐ দোল দোল হাসিতে রাখালের,
কোন ঘর ছাড়া বাঁশীতে সবুজের
ওই দোল দোল হাসিতে
মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বল তো?