a logo for keylyrics.com

এ তো রাগ নয় এ যে অভিমান Lyrics | E To Raag Noy E Je Abhimaan Lyrics

এ তো রাগ নয় এ যে অভিমান Lyrics

E To Raag Noy E Je Abhimaan Lyrics

এ তো রাগ নয় এ যে অভিমান
E To Raag Noy E Je Abhimaan
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: মান্না দে
শিল্পী: মান্না দে

 

এ তো রাগ নয় এ যে অভিমান Lyrics

এ তো রাগ নয় গো এ যে অভিমান
এ শুধু তোমায় চাওয়ার
আরো বেশি কাছে পাওয়ার
ছলভরা গান এ যে অভিমান
এ তো রাগ নয় গো এ যে অভিমান।
[জানোনা কি আকাশ নিজেই
সাধ করে চায় মেঘের কালো]-২
যাতে ঐ পুরনো চাঁদ নতুন করে লাগে ভালো
অভিমান এমনি করেই অনেক বেশী
আরো অনেক বেশী বাড়ায় মনের টান
এ তো রাগ নয় গো এ যে অভিমান।
মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি
কাঁটা না বিঁধিয়ে হাতে
তুললে গোলাপ আনন্দ কি
মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি!
[আসলে ইচ্ছা করেই
বেসুরো গাই মাঝে মাঝে]-২
যাতে ওই একটানা সুর
নতুন হয়ে বুকে বাজে
বিরহের জ্বালার পরেই মধুর লাগে
বড় মধুর লাগে মিলন সুধা পান
এ তো রাগ নয় গো এ যে অভিমান
এ শুধু তোমায় চাওয়ার
আরো বেশি কাছে পাওয়ার
ছলভরা গান গো এ যে অভিমান
এ তো রাগ নয় গো এ যে অভিমান।

E To Raag Noy E Je Abhimaan Lyrics

E to rag noy go e je obhiman

E shudhu tomay chawar

Aro beshi kache pawar

Cholbhora gan e je obhiman

E to rag noy go e je obhiman.

[Janona ki akash nijei

Shadh kore chay megher kalo]-2

Jate oi purono chand notun kore lage bhalo

Obhiman emni korei onek beshi

Aro onek beshi baray moner tan

E to rag noy go e je obhiman.

Majhe majhe mondo hole mondo ki

Kata na bidhiye hate

Tulle golap anondo ki

Majhe majhe mondo hole mondo ki!

[Ashole iccha korei

Besuro gai majhe majhe]-2

Jate oi ektana shur

Notun hoye buke baje

Biroher jwalar porei modhur lage

Boro modhur lage milon shudha pan

E to rag noy go e je obhiman

E shudhu tomay chawar

Aro beshi kache pawar

Cholbhora gan go e je obhiman

E to rag noy go e je obhiman.

গানের মৌলিক তথ্য (Song’s Basic Information)

  • গানের নাম (Song Title): এ তো রাগ নয় এ যে অভিমান (E To Raag Noy E Je Abhimaan)

  • কণ্ঠশিল্পী (Singer): মান্না দে (Manna Dey)

  • গীতিকার (Lyricist): পুলক বন্দ্যোপাধ্যায় (Pulak Bandyopadhyay)

  • সুরকার (Composer): মান্না দে (Manna Dey)

  • ধরণ (Genre): আধুনিক বাংলা গান / রোমান্টিক গান (Modern Bangla Song / Romantic Song)

  • বিষয়বস্তু (Theme): মান-অভিমান ও প্রেম (Love and playful sulking)

 

এ তো রাগ নয় এ যে অভিমান লিরিক্স (E To Raag Noy Lyrics) – মান্না দে | পুলক বন্দ্যোপাধ্যায়

“এ তো রাগ নয় এ যে অভিমান” বাংলা আধুনিক গানের স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক সৃষ্টি। কিংবদন্তি শিল্পী মান্না দে-র সুর ও কণ্ঠে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য লেখনীতে এই গানটি বাঙালির প্রেমের আবেগকে এক নতুন মাত্রা দিয়েছে।

গানের মূল উপজীব্য হলো প্রেমের সম্পর্কের এক মিষ্টি রসায়ন—’মান ও অভিমান’। কবি এখানে রাগ এবং অভিমানের মধ্যে সূক্ষ্ম পার্থক্য তুলে ধরেছেন। প্রেমিকের মতে, এই অভিমান আসলে রাগ নয়, বরং প্রিয়জনকে আরও কাছে পাওয়ার এবং ভালোবাসার গভীরতা বাড়ানোর একটি ছলনা মাত্র। গানটিতে চমৎকার কিছু উপমা ব্যবহার করা হয়েছে, যেমন—মেঘের কালো না থাকলে চাঁদের আলো ভালো লাগে না, কিংবা কাঁটা না বিঁধলে গোলাপ তোলার আনন্দ পাওয়া যায় না।

“বিরহের জ্বালার পরেই মধুর লাগে, বড় মধুর লাগে মিলন সুধা পান”—এই লাইনটি যেন প্রতিটি প্রেমিক-প্রেমিকার মনের কথা। মান্না দে-র জাদুকরী গায়কী এই গানটিকে কালজয়ী করে রেখেছে। যারা মান্না দে-র রোমান্টিক গানের লিরিক্স খুঁজছেন, তাদের জন্য এই গানটি অপরিহার্য।

 

গানটি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর (FAQ about the Song)

প্রশ্ন: “এ তো রাগ নয় এ যে অভিমান” গানটির শিল্পী কে? উত্তর: এই কালজয়ী গানটির শিল্পী হলেন কিংবদন্তি মান্না দে (Manna Dey)।

প্রশ্ন: গানটির গীতিকার ও সুরকার কে? উত্তর: গানটির কথা লিখেছেন বিখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছেন শিল্পী মান্না দে নিজেই।

প্রশ্ন: “কাঁটা না বিঁধিয়ে হাতে তুললে গোলাপ আনন্দ কি” – এটি কোন গানের লাইন? উত্তর: এটি মান্না দে-র গাওয়া জনপ্রিয় আধুনিক গান “এ তো রাগ নয় এ যে অভিমান”-এর একটি বিখ্যাত লাইন।

প্রশ্ন: এই গানে ‘অভিমান’ বলতে কী বোঝানো হয়েছে? উত্তর: এই গানে ‘অভিমান’ বলতে ভালোবাসার মানুষের প্রতি সাময়িক রাগ বা ছলনাকে বোঝানো হয়েছে, যা আসলে ভালোবাসার টান বা গভীরতা আরও বাড়িয়ে দেয়।

প্রশ্ন: “E To Raag Noy E Je Abhimaan” গানের লিরিক্স বাংলা ও ইংরেজিতে কোথায় পাবো? উত্তর: এই পেজেই গানটির সম্পূর্ণ লিরিক্স বাংলা এবং ইংরেজি উচ্চারণে (Roman Script) নির্ভুলভাবে দেওয়া হয়েছে।

Check Also

a logo for keylyrics.com

হাজার বছর পরে আবার এসেছি Lyrics | Hazar Bochor Pore Abar Eshechi Fire Lyrics

হাজার বছর পরে আবার এসেছি Lyrics Hazar Bochor Pore Abar Eshechi Fire Lyrics হাজার বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *