Dam Diye Kinechi Bangla Lyrics | দাম দিয়ে কিনেছি বাংলা

Dam Diye Kinechi Bangla Karo Dame Paua Noy song written by Abdul Latif and tuned by Abdul Latif. Dam Diye Kinechi Bangla Lyrics is a most popular bangla song.

Dam Diye Kinechi Bangla Lyrics

দাম দিয়ে কিনেছি বাংলা
– আব্দুল লতিফ

 

Dam Diye Kinechi Bangla Lyrics

(আমি) দাম দিয়ে কিনেছি বাংলা
কারোর দানে পাওয়া নয়।
(আমি) দাম দিছি প্রাণ লক্ষ-কোটি
জানা আছে জগতময়।।
সতেরো’শ সাতান্ন সনে
ভাইবা দেখেন পড়বে মনে
দাম দিছি পলাশীর মাঠে
ইতিহাস তার সাক্ষী রয়।।

সেইবারে জানিলো বিশ্ব
আমরা কতো ধনী রে
দান করিতে লক্ষ জীবন
তুচ্ছ বলে গনি রে।
আঠারো’শ সাতান্ন সালে
দাম দিছি ফের জানে-মালে,
পিছন ফিরে চাইলে পরে
একশ বছর কথা কয়।।

ব্রিটিশ গেলো, সইপা গেলো
জল্লাদেরই হাতে রে,
তারা মোদের খুন কইরাছে
নানান অজুহাতে রে।
লক্ষ তরুণ হাসি হাসি
খাইছে গুলি পড়ছে ফাঁসি
তবু না দুঃখিনী বাংলা
তোমার-আমার কারো হয়।।

বাহান্নতে মুখের ভাষা
কিনছি বুকের খুনে রে,
বরকতেরা রক্ত দিছে
বিশ্ব অবাক শুনে রে।
দিছি রক্ত জন্মাবধি
সাগর সাগর নদী নদী
রক্তে বাংলা লাল কইরাছি
এ-কথা তো মিথ্যা নয়।।

দাম দিয়াছি একাত্তরে
পঁচিশে মার্চ রাতে রে
সর্বহারা করছে আমায়
পশ্চিমা ডাকাতে রে!
বাপের সামনে বলুক তো ঝুট
মেয়ের ইজ্জত হয়নি কি লুট?
আজো বাংলার আকাশ বাতাস
তারই শোকে উদাস হয়।।

দাম দিয়াছি মায়ের অশ্রু
বোনেরই সম্ভ্রম রে,
বলতে কি কেউ পারো তোমরা
সে দাম কারো কম রে!
কতো কুলের কুলাঙ্গনা
নাম নিয়াছে বীরাঙ্গনা,
দুঃখে বাংলার পদ্মা-মেঘনা
যমুনা যে উজান বয়।।

দাম দিয়াছে বুদ্ধিজীবী
নামী দামী লোক কতো
এই জন্মে কি ফুরাবে ভাই
আমার বুকের সেই ক্ষত?
উনিশ’শ একাত্তর সালে
ষোলই ডিসেম্বর সকালে
অবশেষে দুঃখিনী এই
বাংলা মা যে আমার হয়।।

 

Dam Diye Kinechi Bangla Lyrics in English

Dam Diye Kinechi Bangla

Karo Dame Paua Noy

Dam dichi pran lokkho koti

jana ache jogot moy

Dam Diye Kinechi Bangla

Karo Dame Paua Noy

 

 

Dam Diye Kinechi Bangla Lyrics in English

কথাঃ আব্দুল লতিফ
সুরঃ আব্দুল লতিফ

দাম দিয়ে কিনেছি বাংলা
কারো দানে পাওয়া নয়,
দাম দিছি প্রাণ লক্ষ কোটি
জানা আছে জগৎময়,
দাম দিয়ে কিনেছি বাংলা
কারো দানে পাওয়া নয়।

সতেরোশো সাতান্ন সনে,
ভাইবা দেখেন পড়বে মনে
দাম দিছি পলাশীর মাঠে
ইতিহাস তার সাক্ষী রয়
দাম দিয়ে কিনেছি বাংলা …

সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে
দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে গনি রে
আঠারোশো সাতান্ন সালে
দাম দিছি ফের জানে মালে
ওরে পিছন ফিরে চাইলে পরে’ একশ বছর কথা কয়
দাম দিয়ে কিনেছি বাংলা….

ব্রিটিশ গিয়া সইপ্যা গেল জল্লাদেরই হাতে রে
তারা মোদের খুন কইরাছে না না অযুহাতে রে
লক্ষ করুণ হাসি হাসি
খাইছে গুলি পরছে ফাঁসি
তবু না দুঃখিনী বাংলা তোমার আমার কারো হয়
দাম দিয়ে কিনেছি বাংলা…

বায়ান্নোতে মুখের ভাষা কিনছি বুকরে খুনে রে
বরকতেরা রক্ত দিল, বিশ্ব অবাক শোনে রে
দিছি রক্ত জন্মাবধি
কত সাগর সাগর নদী নদী
রক্তে বাংলা লাল কইরাছি এই কথা তো মিথ্যা নয়
দাম দিয়ে কিনেছি বাংলা…

ঊনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে রে
মেয়ের মায়ের বোনের ইজ্জত লুইটাছে ডাকাতে রে
বাপের সামনে বলুক তো ঝুট!
মেয়ের ইজ্জত হয়নি কি লুট?!
আজো বাংলার আকাশ বাতাস দুঃখে শোকো উদাস হয়
দাম দিয়ে কিনেছি বাংলা…

দাম দিয়াছি মায়ের অশ্রু বোনের সম্ভ্রম রে
ওরে বলতে কি কেউ পারো রে ভাই
দাম কি কারও কম রে?
কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা
দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুন যে উজান বয়
দাম দিয়ে কিনেছি বাংলা…

দাম দিয়ছে বুদ্ধিজীবি নামী দামী লোক কত
এই জনমে ফুরাবে কি আমার বুকের সেই ক্ষত!
ঊনিশশো একাত্তর সনে ওরে ষোলই ডিসেম্বর সকালে
অবশেষে দুঃখিনী এই বাংলা মা যে আমার হয়
দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়।

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *