Chondoni matite namiya aiso Lyrics | চন্দনী মাটিতে নামিয়া আইসো

গুরুজী বারী সিদ্দিকীর পূণ্য স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি,
নয়ন জলের গান
Chondoni matite namiya aiso Lyrics
শিরোনামঃ চন্দনী
শিল্পীঃ বারী সিদ্দিকী
অ্যালবামঃ নয়ন জলের গান
ব্যান্ডঃ জলের গান

Chondoni matite namiya aiso Lyrics

চন্দনী মাটিতে নামিয়া আইসো
চন্দনী আমার গায়েতে বইসো,
আইসো গো আইসো গো আইসো গো,
আইসো গো চন্দনী মাটিতে নামিয়া আইসো ।।
বাটা ভরা পান দেব বাটা ভরা পান..
উদলা উঠান দেব উদলা উঠান..
বাটা ভরা পান দেব কানে মোতির দুল
উদলা উঠান দেব রাইতে ফোটা ফুল ।
আলতা রাঙ্গায়া দেবো তোমার পায়,
আয় আয় আায় আয় চন্দনী আয় ।।
সজনী গো ও সজনী
রাত দুপুরে পথে পথে
বাজিয়ে রুমঝুম নুপুর ধ্বনি,
কে যায় কে যায়
তার রুমঝুম নুপুর ধ্বনি ঐ শুনা যায় ।
রজনী পোহাইয়া যাইও না এ ভরা বাঁকে,
থাকো তুমি আর কিছুক্ষণ
ভাসো তুমি আর কিছুক্ষণ
এ পোড়া বুকে.. ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *