চাচায় চা চায় Lyrics | Chacay Cha Chay Lyircs

চাচায় চা চায় Lyrics

Chacay Cha Chay Lyircs

নকুল কুমার বিশ্বাস
এ্যালবাম-চাচায় চা চায়
২২/০৯/৯৯
মিরপুর,ঢাকা

 

চাচায় চা চায় Lyrics

 

চাচায় চা চায়
চাচী চ্যাঁচায়
চাচায় চা চায়
চাচী চ্যাঁচায়
চা চড়াতে চায় না চাচী
চচ্চড়ি চুলায়।
চাচার চিকন চাকন চেহারাটা
চান্দিটা চকচকে
চরণেতে চামড়ার চটি,
চীনা চশমা চোখে
চাচা চিরকালই চালাক চতুর
চাটুকারিতায়।।
চাচায় চায়রে চা চানাচুর
চাচী চিড়া-চাল
চাচা-চাচীর চেঁচাচেচি
চলছে চিরকাল
চাছা চটা চেছে চাচা
চাচীরে চটায়।।
চাচী চাচার চাল চলনে
চটে চড়া চোখে চায়
চাচীর চোখের চাহনিতে
চাচা চমকায়
চাচার চেয়ে চাচী চালু
চিন্তা-চেতনায়।
চাচায় চা চায়
চাচী চ্যাঁচায়
চাচীর চাবিতে চলে
চাটুকার চাচায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *