বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল আমার হইলো জ্বালা Lyrics
Bondhu Tomar Preme Hoilam Pagol Amar Hoilo Jala Lyrics
Song: Bondhu Tomar Preme – বন্ধু তোমার প্রেমে
Singer: Khairul Wasi & Kaniz Khandaker Mitu
Song By: ‘Sonai Madhav’pala (Mymensingh Gitika)
Mix Mastar: Ashique Mahmud
Ethnic Struck: Rohit Roy
Rabab & Mandolin: Pavel Wahid
Dotara: Munna
Flute, Shanai: Sabbir
Violin: Mehedi
Bass Guitar: Sojib
বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল আমার হইলো জ্বালা Lyrics
বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল
আমার হইলো জ্বালা
বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল
আমার হইলো জ্বালা
তোমার বাশির সুরে ঘর ছাড়িলাম
আমি গাথলাম সাধের মালা
আমার হইলো জ্বালা
ও বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল
আমার হইলো জ্বালা
সকাল দুপুর নদীর ঘাটে
তোমায় ছাড়া কেমনে কাটে গো
সকাল দুপুর নদীর ঘাটে
তোমায় ছাড়া কেমনে কাটে গো
আমার সকল কাজে করাইলা ভুল
অন্তর হইলো কালা
আমার হইলো জ্বালা
ও বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল
দিবানিশি তোমার তরে
প্রাণ ভ্রমরা কাইন্দা মরে গো
দিবানিশি তোমার তরে
প্রাণ ভ্রমরা কাইন্দা মরে গো
তোমার চোখের তারায়
বাইন্দা রাখো আমায়
করো গলার মালা
আমার হইলো জ্বালা
ও বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল
আমার হইলো জ্বালা
সুখ বসন্ত সুখের কালে
কোকিল ডাকে গাছের ডালে গো
সুখ বসন্ত সুখের কালে
কোকিল ডাকে গাছের ডালে গো
আমায় পরাণ পাখি কাইন্দা মরে
আমি সাজাই প্রেমের ডালা
আমার হইলো জ্বালা
ও বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল
আমার হইলো জ্বালা
তোমার বাশির সুরে ঘর ছাড়িলাম
আমি গাথলাম সাধের মালা
আমার হইলো জ্বালা
ও বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল
আমার হইলো জ্বালা
Bondhu Tomar Preme Hoilam Pagol Amar Hoilo Jala Lyrics
Bondhu tomar preme hoilam pagol
Amar hoilo jala
Bondhu tomar preme hoilam pagol
Amar hoilo jala
Tomar basir sure ghor charilam
Ami gathlam sadher mala
Amar hoilo jala
Bondhu tomar preme hoilam pagol
Amar hoilo jala
Sokal dupur nadir ghate
Tomai chara kemone kate go
Sokal dupur nadir ghate
Tomai chara kemone kate go
Amar sokol kaje koraila bhul
Ontor hoilo kala
Amar hoilo jala
Bondhu tomar preme hoilam pagol
Amar hoilo jala
Dibanishi tomar tore
Pran vomora kainda moree go
Dibanishi tomar tore
Pran vomora kainda moree go
Tomar choker tarai
Baida rakho amai
Koro golar mala
Amar hoilo jala
Bondhu tomar preme hoilam pagol
Amar hoilo jala
Sukh bosonte sukher kale
Kokil dakee gacher dale go
Sukh bosonte sukher kale
Kokil dakee gacher dale go
Amai poran pakhi kainda moree
Ami sajai premer dala
Amar hoilo jala
Bondhu tomar preme hoilam pagol
Amar hoilo jala
Tomar basir sure ghor charilam
Ami gathlam sadher mala
Amar hoilo jala
Bondhu tomar preme hoilam pagol
Amar hoilo jala
Song Credits:
Song Name: Bondhu Tomar Preme Hoilam Pagol
Voice | Singer: Khairul Wasi & Kaniz Khandaker Mitu
গানের নামঃ বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল
কন্ঠ | শিল্পীঃ খাইরুল ওয়াসি ও কানিজ খন্দকার মিতু
Folk Song
বাউল গান
Lyrics : Collected from Mymensingh Gitika
Tune: Akash Mahmud
কথাঃ মৈমনসিংহ গীতিকা হতে সংগৃহিত
সুরঃ আকাশ মাহমুদ
Music: Akash Mahmud
সঙ্গীতায়োজনে : আকাশ মাহমুদ
বাউল গান | Folk Song
গানের মৌলিক তথ্য (Song’s Basic Information)
গানের নাম (Song Title): বন্ধু তোমার প্রেমে (Bondhu Tomar Preme) / বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল
কণ্ঠশিল্পী (Singers): খাইরুল ওয়াসি ও কানিজ খন্দকার মিতু (Khairul Wasi & Kaniz Khandaker Mitu)
উৎস (Source): ‘সোনাই মাধব’ পালা (ময়মনসিংহ গীতিকা)
সুর ও সঙ্গীতায়োজন (Tune & Music): আকাশ মাহমুদ (Akash Mahmud)
মিক্স ও মাস্টারিং (Mix & Master): আশিক মাহমুদ (Ashique Mahmud)
ধরণ (Genre): লোকগীতি / বাউল গান (Folk Song / Baul Gaan)
বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল লিরিক্স (Bondhu Tomar Preme Lyrics) – খাইরুল ওয়াসি ও কানিজ খন্দকার মিতু | ময়মনসিংহ গীতিকা
“বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল আমার হইলো জ্বালা” গানটি বাংলা লোকগীতির ভাণ্ডারে এক অমূল্য রত্ন। গানটি মূলত প্রাচীন বাংলার বিখ্যাত সাহিত্যকর্ম ‘ময়মনসিংহ গীতিকা’-র অন্তর্গত ‘সোনাই মাধব’ পালা থেকে সংগৃহীত। গ্রাম-বাংলার মানুষের মুখে মুখে ফেরা এই গানটি নতুন করে শ্রোতাদের সামনে নিয়ে এসেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী খাইরুল ওয়াসি এবং কানিজ খন্দকার মিতু।
আকাশ মাহমুদের চমৎকার সুর ও সঙ্গীতায়োজনে গানটিতে আধুনিকতার ছোঁয়া লাগলেও এর মূল লোকজ ভাবটি অক্ষুণ্ণ রয়েছে। গানে প্রেমিকের জন্য প্রেমিকার ঘর ছাড়ার আকুতি এবং বিরহের জ্বালা অত্যন্ত করুণভাবে ফুটে উঠেছে। বাঁশির সুরে পাগল হয়ে সব ছেড়ে প্রেমের ডালা সাজানোর যে চিরন্তন গ্রাম্য প্রেমের আখ্যান, তা এই গানে মূর্ত হয়ে উঠেছে। যারা বাংলা ফোক গান বা বাউল গান পছন্দ করেন, তাদের প্লেলিস্টে এই গানটি একটি বিশেষ স্থান দখল করে আছে।
গানটি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর (FAQ about the Song)
প্রশ্ন: “বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল” গানটির মূল উৎস কী? উত্তর: এই গানটি মূলত ‘ময়মনসিংহ গীতিকা’-র বিখ্যাত পালা ‘সোনাই মাধব’ থেকে সংগৃহীত। এটি একটি প্রাচীন লোকগীতি।
প্রশ্ন: খাইরুল ওয়াসি ও কানিজ খন্দকার মিতুর গাওয়া গানটির সুরকার কে? উত্তর: এই নতুন সংস্করণটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ মাহমুদ (Akash Mahmud)।
প্রশ্ন: “তোমার বাশির সুরে ঘর ছাড়িলাম” – এটি কোন গানের লাইন? উত্তর: এটি আকাশ মাহমুদের সুর করা এবং খাইরুল ওয়াসি ও মিতুর গাওয়া জনপ্রিয় ফোক গান “বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল”-এর একটি লাইন।
প্রশ্ন: Bondhu Tomar Preme Hoilam Pagol গানটির লিরিক্স বাংলা ও ইংরেজিতে কোথায় পাবো? উত্তর: এই পেজেই গানটির সম্পূর্ণ লিরিক্স বাংলা এবং ইংরেজি উচ্চারণে (Roman Script) নির্ভুলভাবে দেওয়া হয়েছে।
