Balo Balo Balo Sobe Lyrics | বল বল বল সবে লিরিক্স

Balo Balo Balo Sobe Lyrics

বল বল বল সবে লিরিক্স

Song: Balo Balo Balo Sobe (1924)
Singer: Harendranath Datta
Lyricist: Atulprasad Sen
Raag: Mishra khambaj

Deshattobodhok Gaan

Balo Balo Balo Sobe Lyrics

বল বল বল সবে শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে
বল বল বল সবে শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে

ধর্মে মহান হবে কর্মে মহান হবে
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে

আজো গিরিরাজ রয়েছে প্রহরী ঘিরি তিনদিক নাচিছে লহরী
আজো গিরিরাজ রয়েছে প্রহরী ঘিরি তিনদিক নাচিছে লহরী
যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী এখনও অমৃতবাহিনী
প্রতি প্রান্তর প্রতি গুহাবন প্রতি জনপদ তীর্থ অগুনন
প্রতি প্রান্তর প্রতি গুহাবন প্রতি জনপদ তীর্থ অগুনন
কহিছে গৌরব কাহিনী

বল বল বল সবে শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে
বল বল বল সবে শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে

বিদূষী মৈত্রেয়ী খনা লীলাবতী সতী সাবিত্রী সীতা অরুন্ধুতি
বিদূষী মৈত্রেয়ী খনা লীলাবতী সতী সাবিত্রী সীতা অরুন্ধুতি
বহ্নির বালা বীরেন্দ্র প্রসূতি আমরা তাঁদেরই সন্ততি
অনলে দহিয়া রাখেন যারা মান পতি পুত্র তরে সুখে ত্যাগে প্রাণ
আমরা তাঁদেরই সন্ততি

বল বল বল সবে শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে
বল বল বল সবে শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে

ভোলে নি ভারত ভোলে নি সে কথা অহিংসার বাণী উঠেছিল যেথা
নানক নিমাই করেছিল ভাই সকল ভারত নন্দনে
ভুলি ধর্ম দ্বেশ লাজে অভিমান ত্রিশকোটি দেহ হবে একপ্রাণ
এক জাতি প্রেম বন্ধনে

বল বল বল সবে শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে
বল বল বল সবে শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে

মোদের এদেশ নাহি রবে পিছে
ঋষি-রাজকুল জন্মে নি মিছে;
দুর্দিনের তরে হীনতা সহিছে
জাগিবে আবার জাগিবে
আসিবে শিল্প ধন বাণিজ্য
আসিবে বিদ্যা বিন​য় বীর্য,
আসিবে আবার আসিবে

বল বল বল সবে শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে
বল বল বল সবে শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে

এসো হে কৃষক কুটির নিবাসী এসো অনার্য গিরিবনবাসী
এসো হে সংসারী এসো হে সন্ন্যাসী মিল’ হে মায়ের চরণে
এস অবনত এস হে শিক্ষিত
পর​-হিত-ব্রতে হইয়া দীক্ষিত
মিল’ হে মায়ের চরণে
এসো হে হিন্দু এসো মুসলমান এসো হে পার্শী বৌদ্ধ খ্রিষ্টীয়ান
মিল’ হে মায়ের চরণে

বল বল বল সবে শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে
বল বল বল সবে শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে

বল বল বল সবে শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে
বল বল বল সবে শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে

ধর্মে মহান হবে কর্মে মহান হবে
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে

Check Also

Lyrics

National Anthem of the Republic of India All Language | ভারতের জাতীয় সংগীত | Jana Gana Mana | जन-गण-मन | জনগণমন

National Anthem of the Republic of India All Language ভারতের জাতীয় সংগীত Jana Gana Mana …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *