আপনাতে আপনি থেকো মন
Apnate Apni Theko Mon
সিন্ধু-খাম্বাজ-যৎ
কথা: কমলাকান্ত ভট্টাচার্য
(সাধক কবি কমলাকান্ত)
শিল্পী: মহেশ রঞ্জন সোম
আপনাতে আপনি থেকো মন
আপনাতে আপনি থেকো মন।।
তুমি যেও নাকো কারো ঘরে
আপনাতে আপনি থেকো মন।
যা চাবি তা ব’সে পাবি।।
শুধু খোঁজ নিজ অন্তঃপুরে।
আপনাতে আপনি থেকো মন।
পরম ধন ঐ পরশমণি,
যা চাবি তা দিতে পারে।।
কত মণি পড়ে আছে
সেই চিন্তামণির নাচ দুয়ারে।
আপনাতে আপনি থেকো মন।
তীর্থ-গমন শুধু দুঃখ ভ্রমন
মন উচাটন হয়োনা রে।।
আনন্দ-ত্রিবেণীর স্নানে
শীতল হও না মূলাধারে।
আপনাতে আপনি থেকো মন।
কী দেখ কমলাকান্ত,
মিছে বাজী এ সংসারে।।
সেই বাজীকরে চিনলে নারে।।
সে যে তোমার ঘটে বিরাজ করে।
আপনাতে আপনি থেকো মন।
তুমি যেও নাকো কারো ঘরে
আপনাতে আপনি থেকো মন।