আমি এই দেখিলাম সোনার ছবি Lyrics | Ami Ei Dekhilam Sonar Chobi Lyrics | Baul Song

আমি এই দেখিলাম সোনার ছবি Lyrics

Ami Ei Dekhilam Sonar Chobi Lyrics

কথা ও সুরঃ সাধক হালিম বয়াতি ।
কণ্ঠশিল্পীঃ ফরিদা ইয়াছমিন ।

শিল্পী: মোহন রায়
কথা ও সুর: সাধক আবদুল হালিম বয়াতি

 

আমি এই দেখিলাম সোনার ছবি Lyrics

আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না।
তুমি এমন করে ছেড়ে যাইবারে বান্ধব, আগে জানি না।।
একটি বাসায় দুটি পাখি, কতো যে আনন্দে থাকি গো।।
এখন তুমি কোথায়, আমি কোথায় কেউরে কেউরে আর দেখি না।।
আমার আত্মাতে মিসাইয়া আত্মা, কইছি কতো মনের কথা গো।।
এখন কার কাছে কোই মনে ব্যথা, কেউ নাই আপনার।।
এই দুনিয়ার শেষের পরে পরপারের প্রথম ঘরে গো।।
আমি আবার যেন দেখলেই চিনি, পাইলে যেন হারাই না।।
হালিম চাদঁ কয় মন পাখিরে, তুই তো একদিন যাইবি ছেড়ে রে।।
আমার কি ফল হইলো পিরিত কইরা, যে প্রেমের নেই সিমানা।

আমি এই দেখিলাম সোনার ছবি লিরিক্স

আমি এই দেখিলাম

সোনার ছবি
আবার যাইয়া দেখি না
আমি এই দেখিলাম
সোনার ছবি
আবার যাইয়া দেখি না
আগে জানিনা
তুমি এমন করে
ছেঁড়ে যাইবা বান্ধব
আগে জানি না

একটি বাসায় দুটি পাখি
কত যে আনন্দে থাকি গো
একটি বাসায় দুটি পাখি

কত যে আনন্দে থাকি গো
এখন তুমি কোথায়
আমি কোথায়
কেউরে কেউ আর দেখিনা
আগে জানি না
তুমি এমন করে
ছেড়ে যাইবা বান্ধব
আগে জানি না

তোমার আত্তাতে
মিশাইয়া আত্তা
কইছি কত মনের কথা গো
তোমার আত্তাতে
মিশাইয়া আত্তা
কইছি কত মনের কথা গো
এখন কার কাছে কই
মনের ব্যাথা
কেউ নাই আমার আপনা
আগে জানি না
তুমি এমন করে
ছেড়ে যাইবা বান্ধব
আগে জানি না

এই দুনিয়ায় শেষের পরে
পরপারের প্রথম ঘরে গো
এই দুনিয়ার শেষের পরে
পরপারের প্রথম ঘরে গো
আমি আবার যেন
দেখলেই চিনি
পাইয়া যেন না হারাই
আগে জানি নাই
তুমি এমন করে
ছেড়ে যাইবা বান্ধব
আগে জানি নাই

হালিম চান কয়
মন পাখিরে
তুইতো একদিন
যাইবি ছেঁড়ে রে
হালিম চান কয়
মন পাখিরে
তুই তো একদিন
যাইবি ছেড়ে রে
আমার কি হলো আর
পিরিত করে
যেই প্রেমের নাই সীমানা
আগে জানি না
তুমি এমন করে
ছেড়ে যাইবা বান্ধব
আগে জানিনা
আমি এই দেখিলাম
সোনার ছবি
আবার যাইয়া দেখি না
আগে জানি না
তুমি এমন করে
ছেড়ে যাইবা বান্ধব
আগে জানি না
তুমি এমন করে
ছেড়ে যাইবা বান্ধব
আগে জানি নাই

এই দেখিলাম সোনার ছবি Lyrics

আমি এই দেখিলাম সোনার ছবি
আবার চাইয়া দেখি নাই ।
তুমি এমন করে ছেঁড়ে যাইবা দয়াল
আগে জানি নাই ।।
একি বাসা দুটি পাখির
কত যে আনন্দে থাকি গো
এখন তুমি কোথায় আর আমি কোথায়
কেহ আর কাউকে দেখি না ।
আত্না তে মিশাইয়া আত্না
কইছ কত মধুর কথা গো
এখন কারকাছে কই মনের ব্যাথা
কেহর ব্যাথা কেহ বুঝে না ।
এই দুনিয়ায় শেষের ঘরে
পরকালের হিসাব করে গো
তুমি কারে পাইয়া রইলা ভুইলা
আমার দিকে চাইলা না ।
সাধক হালিম বলে মন পাগলারে
তুইত একদিন জাবি ছেঁড়ে রে
কি হবে আর পিরীত করে
সেই দেশের নাই তুল না ।।

 

Ami Ei Dekhilam Sonar Chobi Lyrics

Ami ei dekhilam shonar chobi
Abar chaiya dekhi nai.
Tumi emon kore chhede jaiba doyal
Age jani nai.
Eki basha duti pakhir
Koto je anonde thaki go
Ekhon tumi kothay ar ami kothay
Keho ar kauke dekhi na.
Atma te mishaiya atma
Koichho koto modhur kotha go
Ekhon karkachhe koi moner byatha
Kehor byatha keho bujhe na.
Ei duniyay shesher ghore
Porokaler hisab kore go
Tumi kare paiya roila bhuila
Amar dike chaila na.
Sadhok Halim bole mon paglare
Tuit ekdin jabi chhede re
Ki hobe ar pirit kore
Shei desher nai tulna.

 

গান সম্পর্কে মৌলিক তথ্য (Basic Information About the Song):

  • গানের শিরোনাম (Song Title): Ami Ei Dekhilam Sonar Chobi
  • শিল্পী (Artist): Farida Yeasmin / Mohon Roy
  • লিরিক্স ও সুর (Lyrics & Music): Sadhok Abdul Halim Boyati
  • প্রকাশক: বিভিন্ন ইউটিউব চ্যানেল (যেমন – নাগরিক মিউজিক)

“আমি এই দেখিলাম সোনার ছবি” একটি বাংলা বাউল গান, যা মূলত সাধক হালিম বয়াতির কালজয়ী সৃষ্টি। এই গানের মধ্যে আধ্যাত্মিক প্রেম ও বিচ্ছেদের এক গভীর দর্শন নিহিত রয়েছে। শিল্পী ফরিদা ইয়াছমিন এবং মোহন রায়-এর মতো গুণী শিল্পীরা এই গানটি নতুন করে পরিবেশন করেছেন, যা গানটিকে আরও জনপ্রিয় করে তুলেছে।

গানের মূল বিষয়বস্তু হলো দুটি পাখির (এখানে মানুষ ও তার ঈশ্বরের বা প্রিয়জনের প্রতীক) মধ্যে বিচ্ছেদ এবং এই বিচ্ছেদের গভীর বেদনা। গানটিতে বলা হয়েছে, এই মায়ার সংসারে সবকিছুই ক্ষণস্থায়ী, এবং পরপারে গিয়েই কেবল আত্মার প্রকৃত মিলন সম্ভব। যারা বাংলা বাউল গান, আধ্যাত্মিক গান বা বিরহের গান পছন্দ করেন, তাদের জন্য এটি একটি দারুণ পছন্দ হতে পারে।

আপনি যদি “আমি এই দেখিলাম সোনার ছবি”, “সাধক হালিম বয়াতি” বা “ফরিদা ইয়াছমিন-এর বাউল গান” লিখে সার্চ করেন, তাহলে এই গানটি সহজেই খুঁজে পাবেন।

 

প্রশ্ন ও উত্তর (Q&A):

  • প্রশ্ন: এই গানের গীতিকার ও সুরকার কে? উত্তর: এই গানের গীতিকার ও সুরকার হলেন সাধক আবদুল হালিম বয়াতি।
  • প্রশ্ন: গানটির মূল বিষয়বস্তু কী? উত্তর: গানটির মূল বিষয়বস্তু হলো আধ্যাত্মিক প্রেম, ক্ষণস্থায়ী পৃথিবীর মায়া এবং আত্মার বিচ্ছেদ ও মিলন।
  • প্রশ্ন: এই গানটি কে গেয়েছেন? উত্তর: এই গানটি ফরিদা ইয়াছমিন এবং মোহন রায় সহ আরও অনেক শিল্পী গেয়েছেন।
  • প্রশ্ন: গানটি কোন ধরনের গান? উত্তর: এটি একটি ঐতিহ্যবাহী বাংলা বাউল গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *