আমি বিশ্বাস করি সংগীতে লিরিক্স | Ami Biswas Kori Sangeete Lyrics

আমি বিশ্বাস করি সংগীতে লিরিক্স

Ami Biswas Kori Sangeete Lyrics

আমি বিশ্বাস করি সংগীতে
Ami Biswas Kori Sangeete
কথা: বিভূতি মুখোপাধ্যায়
সুর ও শিল্পী: বাপি লাহিড়ী

 

আমি বিশ্বাস করি সংগীতে লিরিক্স


আমি বিশ্বাস করি সঙ্গীতে
তাই বিশ্বাস করি ভগবান
আমি এই পৃথিবীতে
জন্মেই জেনেছি
সঙ্গীত জীবনের এক নাম।
আমি জন্মে যখন প্রথম কেঁদেছি
পেয়েছি সুরের ছোঁয়া
আমার জীবনের প্রথম ছন্দ
মা’র হাসি থেকে নেওয়া
মা বলে যখন প্রথম ডেকেছি
পেয়েছি বানী আর সারগম।।
এই আকাশ পাহাড়
সমুদ্র মরুভুমি
সবুজ শ্যামল অরণ্য ঘেরা
আমার জন্মভুমি
আষাঢ় এই শ্রাবনে
ফাগুনে আগুনে
পেয়েছি ছন্দ সুর তান
আমি জন্ম নিয়েছি সংগীতে
আমার সংগীত ভগবান
মা বলে যখন প্রথম ডেকেছি
পেয়েছি বানী আর সারগম।।

 

Ami Biswas Kori Sangeete Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *