Amay Eto Dukkho Dili Bondhu Re Lyrics | আমায় এত দুঃখ দিলি বন্ধুরে

Amay Eto Dukkho Dili Bondhu Re Lyrics
আমায় এত দুঃখ দিলি বন্ধুরে
-জালাল উদ্দীন খাঁ
গীতিকারঃ জালাল খা, নেত্রকোনা।
– ওস্তাদ জালাল উদ্দিন

গানের শিরোনাম/ ‍Song Title: আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু || Amay Eto Dukkho Dili Bondhu Re
শিল্পী/Singer: জুবায়ের টিপু || Jubayer Tipu
সুরকার/Composer: Colleted
গীতিকার/Lyricist: Colleted
প্রোগ্রামের নাম/Show Name: বাউলা অন্তর || Baula Ontor

 

Amay Eto Dukkho Dili Bondhu Re Lyrics

এত দুঃখ দিলি বন্ধুরে, আমি তোর প্রেমেরই দেওয়ানারে দেওয়ানা…
মন জানে আর কেউ জানেনা।

প্রাণো বন্ধুরে…, আমি তোমায় পাব বলে ইহ জনম যায় বিফলে
প্রেম ফাসি লইয়া গলে হইলো কি যন্ত্রণা।
কলিজা হইয়াছে ছিদ্ররে বন্ধু (২), ধরল ঘুনে ছাড়ল নারে ছাড়ল না।
মন জানে আর কেউ জানেনা।

এত দুঃখ দিলি বন্ধুরে, আমি তোর প্রেমেরই দেওয়ানারে দেওয়ানা…
মন জানে আর কেউ জানেনা।

প্রাণো বন্ধুরে…, কাদাইলি নিরবধি, ভাসাইলি অকুল নদী,
জন্ম হইতে আজো বুঝি তোমায় আমি পাইলাম না।
যে যাহারে ভালবাসেরে বন্ধু (২), ব্যবহারে যায় চেনারে যায় জানা।
মন জানে আর কেউ জানেনা।

এত দুঃখ দিলি বন্ধুরে, আমি তোর প্রেমেরই দেওয়ানারে দেওয়ানা…
মন জানে আর কেউ জানেনা।

কাস্তি লোহায় পিরিত করে, নৌকারে সাজাইয়াগো পরে
দুইয়ে মিলে যুক্তি করে, পানিতে থাকবেনা।
এখন জলের তলে ভাসে পিরিতরে বন্ধু (২), জল ছাড়া সে বাচেনারে বাচেনা।
মন জানে আর কেউ জানেনা।

এত দুঃখ দিলি বন্ধুরে, আমি তোর প্রেমেরই দেওয়ানারে দেওয়ানা…
মন জানে আর কেউ জানেনা।

 

Amay Eto Dukkho Dili Bondhu Re Lyrics in Bangla

এত দুঃখ দিলি বন্ধুরে, আমি তোর প্রেমেরই দেওয়ানারে দেওয়ানা…
মন জানে আর কেউ জানে না।
প্রাণো বন্ধুরে…, আমি তোমায় পাব বলে ইহ জনম যায় বিফলে
প্রেম ফাসি লইয়া গলে হইলো কি যন্ত্রণা।
কলিজা হইয়াছে ছিদ্ররে বন্ধু (২), ধরল ঘুনে ছাড়ল নারে ছাড়ল না।
মন জানে আর কেউ জানে না।
এত দুঃখ দিলি বন্ধুরে, আমি তোর প্রেমেরই দেওয়ানারে দেওয়ানা…
মন জানে আর কেউ জানেনা ।
প্রাণো বন্ধুরে…, কাদাইলি নিরবধি, ভাসাইলি অকুল নদী,
জন্ম হইতে আজো বুঝি তোমায় আমি পাইলাম না।
যে যাহারে ভালবাসেরে বন্ধু (২), ব্যবহারে যায় চেনারে যায় জানা।
মন জানে আর কেউ জানে না।
এত দুঃখ দিলি বন্ধুরে, আমি তোর প্রেমেরই দেওয়ানারে দেওয়ানা…
মন জানে আর কেউ জানে না।
কাস্তি লোহায় পিরিত করে, নৌকারে সাজাইয়াগো পরে
দুইয়ে মিলে যুক্তি করে, শুকনাতে থাকবে না।
এখন জলের তলে ভাসে পিরিতরে বন্ধু (২), জল ছাড়া সে বাচেনারে বাচেনা।
মন জানে আর কেউ জানে না।
এত দুঃখ দিলি বন্ধুরে, আমি তোর প্রেমেরই দেওয়ানারে দেওয়ানা…
মন জানে আর কেউ জানে না।
—-

Amay Eto Dukkho Dili Bondhu Re Lyrics 2

//কাষ্ঠে লোহায় পিরীত করে
নৌকারে সাজাইয়া গো পরে
দুইয়ে মিলে যুক্তি করে
শুক্নাতে থাকবে না
এখন জলের পরে ভাসে পিরীত রে
বন্ধু জল ছাড়া সে বাঁচে না রে বাঁচে না
আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু
আমি তর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা
মন জানে আর কেউ জানেনা//

Amay Eto Dukkho Dili Bondhu Re Lyrics 3

কত কষ্ট পাইলাম বন্ধুরে তোর লাগিয়া দেওয়ানা-
মন জানে আর কেউ জানে না ॥

বন্ধুরে-তোমায় পাব পাব বলে, ইহজীবন গেল বিফলে,
প্রেমের ফাঁসি লইয়া গলে হইল কী লাঞ্ছনা,
কলিজা হইয়াছে ছিদ্র ধরেছে গুণে, ছাড়েনা ॥

বন্ধুরে-কান্দাইলি যে অবধি, ভাসাইলাম কত নদী
শুরু হইতে আজ অবধি একদিন আর পেলেম না,
যে যাহারে ভালবাসে ব্যবহারেই যায় জানা ॥

বন্ধুরে-কাষ্ঠে লোহায় পিরিত করে নৌকাটি সাজিয়া পরে
দুয়ে মিলে যুক্তি করে শুকনায় থাকে না,
জলের বুকে জীবন কাটায় এই পিরিত আর ভাঙ্গে না ॥

বন্ধুরে-জানে ঐ জহুরি যারা ভেড়ার শিংয়ে গলে হিরা,
সোনা-রূপায় চায় সোহাগা যার লাগি যে ফানা,
জালাল চাহে মনের মানুষ ভবে নাই যার তুলনা ॥

 

Amay Eto Dukkho Dili Bondhu Re Lyrics in English

Eto dukkho dili bondhu re bondhu
ami Tor Premei Dewana nare dewana
mon jane ar keo jane na
amay Eto dukkho dili bondhu re bondhu
ami Tor Premei Dewana nare dewana
mon jane ar keo jane na

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *