আমারে বন্ধুয়ার মনে নাই Lyrics
Amare Bondhuyar Mone Nai Lyrics
রাধারমণ
আমারে বন্ধুয়ার মনে নাই Lyrics
আমারে বন্ধুয়ার মনে নাই
রাই গো, ওরে আমার প্রাণ-সই গো,
আমি বন্ধুর আশায় বসে বসে
রজনী পোহাই গো।
জাতি-যুঁথি ফুল-মালতী
বিনি সুতায় মালা গাঁথি গো,
আইলো না শ্যাম কুঞ্জে আমার
মালা কার গলায় পরাই গো।
চুয়া-চন্দন ফুলের অঞ্জন
কোটরায় ভরিয়া রাখলাম গো,
আমার দেখলে চন্দন উঠে কান্দন
চন্দন কার অঙ্গে ছিটাই গো।
ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে গো,
একবার পাইলে শ্যামরে ধরমু গলে
আর ছাড়াছাড়ি নাই গো।

One comment
Pingback: Hason Rajai Koy Lyrics | হাছন রাজায় কয় Lyrics - Key Lyrics