আমার উমা কই গিরিরাজ Lyrics
Amar Uma Koi Giriraj Lyrics
আমার উমা কই গিরিরাজ
আগমনী গান
দুর্গা পূজার গান
আমার উমা কই গিরিরাজ Lyrics
আমার উমা কই, গিরিরাজ,
কোথায় আমার নন্দিনী?
এ যে দেখি দশভুজা
এ কোন রণরঙ্গিণী!
মোর লীলাময়ী চঞ্চলারে ফেলে
এ কোন দেবীমূর্তি নিয়ে এলে,
এ যে মহীয়সী মহামায়া
বামা মহিষমর্দিনী।
মোর মধুর স্নেহে জ্বালাতে আগুন
আনলে কারে ভুল করে,
এরে কোলে নিতে হয় না সাহস
ডাকতে নারি নাম ধরে।
মা, কে এলি তুই দনুজদলনী বেশে,
কন্যারূপে মা বলে ডাক হেসে,
তুই চিরকাল যে দুলালি মোর
মাতৃস্নেহে বন্দিনী
1 thought on “আমার উমা কই গিরিরাজ Lyrics | Amar Uma Koi Giriraj Lyrics”