Amar Bhaiyer Rokte Rangano Lyrics | আমার ভাইয়ের রক্তে রাঙানো

Amar Bhaiyer Rokte Rangano Lyrics
আমার ভাইয়ের রক্তে রাঙানো
গীতিকার: আব্দুল গাফফার চৌধুরী
সুরকার: আলতাফ মাহমুদ

Amar Bhaiyer Rokte Rangano Lyrics

আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
ছেলেহারা শত মায়ের অশ্রু
গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
আমার সোনার দেশের
রক্তে জাগালো ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।

Check Also

Ei Shikol Pora Chal Lyrics | এই শিকল পরা ছল

Ei Shikol Pora Chal Lyrics এই শিকল পরা ছল Ei Shikol Pora Chal Lyrics এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *