Amar Bhaiyer Rokte Rangano Lyrics
আমার ভাইয়ের রক্তে রাঙানো
গীতিকার: আব্দুল গাফফার চৌধুরী
সুরকার: আলতাফ মাহমুদ
Amar Bhaiyer Rokte Rangano Lyrics
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
ছেলেহারা শত মায়ের অশ্রু
গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
আমার সোনার দেশের
রক্তে জাগালো ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।