Alo Lyrics – Tahsan | আলো – তাহসান | তুমি আর তো কারো নও

Alo Lyrics – Tahsan
আলো – তাহসান
তুমি আর তো কারো নও
Artist: Tahsan Rahman Khan
Album: Ichche
Released: 2005

Alo Lyrics – Tahsan

তুমি আর তো কারো নও, শুধু আমার
যত দূরে সরে যাও, রবে আমার
স্তব্ধ সময়টাকে ধরে রেখে
স্মৃতির পাতায় শুধু তুমি আমার
কেন আজ এত একা আমি?
আলো হয়ে দূরে তুমি
আলো, আলো আমি কখনো খুঁজে পাবো না
চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না
আলো, আলো আমি কখনো খুঁজে পাবো না
চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না
হবে না, হবে না, হবে না
রোমন্থন করি ফেলে আসা
দৃশ্যপট স্বপ্নে আঁকা
লুকিয়ে তুমি কোন সুদূরে
হয়তো ভবিষ্যতে আড়ালে
ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা
তবে আজ এত একা কেন?
আলো হয়ে দূরে তুমি
আলো, আলো আমি কখনো খুঁজে পাবো না
চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না
আলো, আলো আমি কখনো খুঁজে পাবো না
চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না
হবে না, হবে না, হবে না
কেন আজ এত একা আমি?
আলো হয়ে দূরে তুমি
আলো, আলো আমি কখনো খুঁজে পাবো না
চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না
আলো, আলো আমি কখনো খুঁজে পাবো না
চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না
হবে না, হবে না, হবে না

Alo Lyrics – Tahsan 2

তুমি আর তো কারো নও শুধু আমার
যত দূরে সরে যাও রবে আমার
স্তব্ধ সময়টাকে ধরে রেখে
স্মৃতির পাতায় শুধু তুমি আমার
কেন আজ এত একা আমি
আলো হয়ে দূরে তুমি
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না
রোমন্থন করি ফেলে আশা
দৃশ্যপট স্বপ্নে আঁকা
লুকিয়ে তুমি কোন সুদুরে
হয়তো ভবিষ্যতের আড়ালে
ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা
তবে আজ এত একা কেন
আলো হয়ে দূরে তুমি
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *