Ailo Uma Barite Lyrics
আইলো উমা বাড়িতে
MONAMI GHOSH
Ailo Uma Barite Lyrics
হেইলো গিরি শোনলো খবর
কইলো নারদ মুনিতে
আইলো আমার প্রাণলো আবার আইলো উমা বাড়িতে।
হেইলো গিরি শোনলো খবর
কইলো নারদ মুনিতে
আইলো আমার প্রাণলো আবার আইলো উমা বাড়িতে।।
গৌরী আসে পথের পাশে দোলে কাশের ফুল
বইলো বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল
গৌরী আসে পথের পাশে দোলে কাশের ফুল
বইলো বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল
ফুলের বরণ গৌরী আসে আসার চুড়ি কানিতে।।
আইলো আমার প্রাণলো আবার আইলো উমা বাড়িতে।
হেইলো গিরি শোনলো খবর
কইলো নারদ মুনিতে
আইলো আমার প্রাণলো আবার আইলো উমা বাড়িতে
আইলো আমার প্রাণলো আবার আইলো উমা বাড়িতে।।
ষষ্ঠীতে হয় বোধন উমার
সপ্তমীতে স্নান হয় পাতায়
অষ্টমীতে অঞ্জলি
আর নবমী যায় রাত জাগায়
সাজলো সখি আজ লো সকল লাল সাদা রং শাড়িতে।
আইলো আমার প্রাণলো আবার আইলো উমা বাড়িতে।
হেইলো গিরি শোনলো খবর
কইলো নারদ মুনিতে
আইলো আমার প্রাণলো আবার আইলো উমা বাড়িতে
আইলো আমার প্রাণলো আবার আইলো উমা বাড়িতে।।
দশমী লাগিলে সুরুজ দেখতে উচাটন
পরাণের গৌরী আমার থাকবে আর কতক্ষণ
বিষাদের মন ছুঁয়ে নীল আকাশ শরতের
বলে যায় আসছে বছর আবার হবে ফের
বল দুর্গা মা’য় কী? জয়!
আর কটা দিন বাংলা জোড়া বাড়িতে।
আইলো আমার প্রাণলো আবার আইলো উমা বাড়িতে।
হেইলো গিরি শোনলো খবর
কইলো নারদ মুনিতে
আইলো আমার প্রাণলো আবার আইলো উমা বাড়িতে
আইলো আমার প্রাণলো আবার আইলো উমা বাড়িতে।।
আইলো উমা বাড়িতে
Ailo Uma Barite
STARRING: MONAMI GHOSH as উমা
SINGER: ANTARA NANDY
Concept & Story: Monami Ghosh
Director: Saikat Baruri
Music Director: Mak – Mallar
Lyrics : Akash Chakrabarty
Dop: Sayan Arjo Nandi
Assistant Director: Shambo Mondal
Ailo Uma Barite Lyrics in English
Heylo Giri shonlo khobor
Koilo Narad munite
Ailo amar pranlo abar ailo Uma barite.
Heylo Giri shonlo khobor
Koilo Narad munite
Ailo amar pranlo abar ailo Uma barite.
Gouri ashe pother pashe dole kasher phul
Boilo batas shiuli phuler gondhete akul
Gouri ashe pother pashe dole kasher phul
Boilo batas shiuli phuler gondhete akul
Phuler boron Gouri ashe ashar churi kanite.
Ailo amar pranlo abar ailo Uma barite.
Heylo Giri shonlo khobor
Koilo Narad munite
Ailo amar pranlo abar ailo Uma barite
Ailo amar pranlo abar ailo Uma barite.
Shoshthite hoy bodhon Umar
Soptomite snan hoy patay
Oshtomite anjoli
Ar Nobomi jay raat jagay
Sajlo sokhi aaj lo shokol lal sada rong sharite.
Ailo amar pranlo abar ailo Uma barite.
Heylo Giri shonlo khobor
Koilo Narad munite
Ailo amar pranlo abar ailo Uma barite
Ailo amar pranlo abar ailo Uma barite.
Doshomi lagile suruj dekhte uchaton
Poraner Gouri amar thakbe ar kotokkhon
Bishader mon chhuye nil akash shoroter
Bole jay ashche bochor abar hobe fer
Bol Durga ma’y ki? Joy!
Ar kota din Bangla jora barite.
Ailo amar pranlo abar ailo Uma barite.
Heylo Giri shonlo khobor
Koilo Narad munite
Ailo amar pranlo abar ailo Uma barite
Ailo amar pranlo abar ailo Uma barite.
Ailo Uma Barite Music Video
দুর্গাপূজার আগমনী গানগুলোর মধ্যে “আইলো উমা বাড়িতে” গানটি এক নতুন মাত্রা যোগ করেছে। অভিনেত্রী মোনামী ঘোষ-এর অনবদ্য পারফরম্যান্স এবং অন্তরা নন্দীর মন মাতানো কণ্ঠ এই গানটিকে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় করে তুলেছে। গানের প্রতিটি লাইন যেন মা দুর্গার প্রতি বাঙালির আবেগ ও ভালোবাসার প্রতিচ্ছবি। গানের কথায় আগমনী বার্তা, কাশফুলের দোল খাওয়া, শিউলি ফুলের গন্ধ এবং বিজয়ার বিষাদ – সবকিছুই সুন্দরভাবে ফুটে উঠেছে। গানটির প্রযোজনা করেছেন মোনামী ঘোষ এবং সায়কত বারুরি, এবং এতে সংগীত পরিচালনা করেছেন ম্যাক মল্লার। এই গানটি কেবল একটি মিউজিক ভিডিও নয়, এটি দুর্গাপূজার এক রঙিন ও আনন্দময় উদযাপন, যা সহজেই শ্রোতাদের মন জয় করে নেয়।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: “আইলো উমা বাড়িতে” গানটির শিল্পী কে? উত্তর: এই গানটির প্রধান শিল্পী হলেন অন্তরা নন্দী।
প্রশ্ন ২: গানটিতে কোন অভিনেত্রী অভিনয় করেছেন? উত্তর: গানটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মোনামী ঘোষ।
৩: গানটির কথা ও সুর কে দিয়েছেন? উত্তর: গানটির কথা লিখেছেন আকাশ চক্রবর্তী, এবং সংগীত পরিচালনা করেছেন ম্যাক মল্লার।
৪: “আইলো উমা বাড়িতে” কোন উৎসবের গান? উত্তর: এটি দুর্গাপূজা উৎসবের আগমনী গান।
৫: গানটি কোন প্ল্যাটফর্মে পাওয়া যাবে? উত্তর: এই গানটি JioSaavn, Wynk Music, Amazon Music, Spotify, Gaana, Resso সহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপলব্ধ। আপনি মোনামী ঘোষ-এর ইউটিউব চ্যানেল এবং অন্যান্য মিউজিক প্ল্যাটফর্মে এটি খুঁজে নিতে পারেন।
1 thought on “Ailo Uma Barite Lyrics | আইলো উমা বাড়িতে | MONAMI GHOSH”