Aha Ki Ananda Akashe Batashe | আহা কি আনন্দ আকাশে বাতাসে

Aha Ki Ananda Akashe Batashe
আহা কি আনন্দ আকাশে বাতাসে
Song by Anup Ghoshal and Satyajit Ray

Aha Ki Ananda Akashe Batashe

আহা কি আনন্দ আকাশে বাতাসে।
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারি পাশে।।
আজকে মোদের বড়ই সুখের দিন।
আজি ঘরের বাধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন।
আহা হয়েছি স্বাধীন
আজ আবার মোরা ভবঘুরে
মুলুক ছেড়ে যাব দূরে।
গড়বো ভুবন গানের সুরে।
পুরানো দিনের কথা আসে (মনে)।
ফিরে আসে।।

আহা কি আনন্দ আকাশে বাতাসে

আহা কি আনন্দ আকাশে বাতাসে
আহা কি আনন্দ আকাশে বাতাসে
আহা কি আনন্দ আকাশে বাতাসে
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারিপাশে
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারিপাশে
আহা কি আনন্দ আকাশে বাতাসে
আজকে মোদের বড়ই সুখের দিন
আজকে মোদের বড়ই সুখের দিন
আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন
আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন
আহা হয়েছি স্বাধীন
আজ আবার মোরা ভবঘুরে
মুলুক ছেড়ে যাবো দূরে
আবার মোরা ভবঘুরে
মুলুক ছেড়ে যাবো দূরে
ভরবো ভুবন গানের সুরে
ভরবো ভুবন গানের সুরে
পুরানো দিনের কথা আসে
মনে পুরানো দিনের কথা আসে
মনে আসে, ফিরে আসে
আহা কি আনন্দ আকাশে বাতাসে
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারিপাশে
আহা কি আনন্দ আকাশে বাতাসে

Check Also

Nachoto dekhi Lyrics | নাচতো দেখি

থেই থেই তাথেই তাথেই তা তা থেই, থেই থেই, তাথেই তাথেই তা থেইয়া থেইয়া    …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *