Aguner Kotha Bondhuke Boli Lyrics
আগুনের কথা বন্ধুকে বলি
Aguner Kotha Bondhuke Boli Lyrics
আগুনের কথা বন্ধুকে বলি
দু’হাতে আগুন তারও
কার মালা হতে খসে পড়া ফুল
রক্তের চেয়ে গাঢ়।
যার হাতখানি পুড়ে গেলো বধূ
আঁচলে তাহারে ঢাকো
আজও ডানাভাঙা একটি শালিক
হৃদয়ের দাবি রাখো ।।
একজন ডাকে দূরবর্তীকে
মাস্তুলখানি দোলে
মুক্তার লোভে কে হায় ডুবুরি
ঝিনুকের মালা খোলে।
কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া
গোধূলির মায়া মাখো।।
পাতালের মেয়ে সূর্য চেনে না
আঁধার তাহার ভাই
প্রজাপতি বলে বুকে নাও তারে
আলোয় তারে সাজাই।
কে তবে জ্বালায় ছায়ার শিখাটি
কার মুখ চেয়ে থাকো।।
জলের ঝিয়ারি তিন ভাগ জলে
মিশিয়ে দিয়েছে বালি
বালিয়ারি ডাকে কাছে আয় তবে
পাতালে আগুন জ্বালি
পথ ছুটে যায় যার আঙিনায়
সেই পথ মেলে নাকো