শিরোনামঃ দু মুঠো বিকেল
শিল্পীঃ অনুপম রায়
অ্যালবামঃ দেবী
সুরকারঃ অনুপম রায়
গীতিকারঃ অনুপম রায়
Du motho bikel Lyrics is Bangla
ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি
দু মুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি,
আরো কিছুহ্মন যোগাযোগ ধরে রাখছি
আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি,
এ ছেলেমানুষী তুলি দিয়ে আকছি ।।
তোমায় ছোবে বলে আদর করবে বলে
উড়ে উড়ে আসে এলোমেলো কিছু গান,
ডেকে যায় তোমার আঁচল ধরে,
তুমি ছুলে জল আমি বৃত্ত হয়ে থাকছি
দু মুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি ।।
তোমার নিশানাতে আমার এ হাওয়াতে
উড়ে উড়ে আসে গুড়ো গুড়ো কিছু নীল,
ঢেকে যায় তোমার আকাশ জুড়ে ।
ক্রমশ এ গল্পে আরো পাতা ঝুড়ে নিচ্ছি
দু মুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি,
আরো কিছুহ্মন যোগাযোগ ধরে রাখছি
আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি,
এ ছেলেমানুষী তুলি দিয়ে আকছি ।।
Du motho bikel Lyrics is English
Kromosh e golpe aro pata jure nicchi
du mutho bikel jodi chau jure dicchi
aro kichu khon jogajog dhore rakhchi
angule angul jeno bhul kore dakchi
e chelemanushi tuli diye akchi.