Aite Kal Jaite Kal | E Mon Amar Pathor | আইতে কাল যাইতে কাল | এ মন আমার পাথর | Rap Version

Aite Kal Jaite Kal | E Mon Amar Pathor

আইতে কাল যাইতে কাল | এ মন আমার পাথর

Rap Version

আইতে কাল যাইতে কাল …
এ মন আমার পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নিরবে

Aite Kal Jaite Kal | E Mon Amar Pathor


আইতে কাল যাইতে কাল ঘুমায়বি আর কতকাল
চক্ষু মেইলা ঘুমের মানুষ হঠাৎ করাই দে না ফাল
চারি দিকে চাইয়া দেখি এগুলা কি হইতাছে
১৬ কোটি মানুষ থাকতে ভুতে কথা কইতাছে
ভুয়া স্বপ্ন দেইখা মানুষ মিছা-মিছি ঘুমাইলি
ভালোবাসার মানুষ থুইয়া চাইনা পুতুল চুমাইলি
চায়না মোবাইল চায়না ঘড়ি আয়না ফিতা চিরুনি
চায়না মালের বাজার গরম চায়না কাবাব বিরানি
বাইরে বাংলা ভিতরে চায়না জামা কাপড় ও ভারতের
আলু পিয়াজ মোটা ডাইল ইন্ডিয়ান ওই আড়তের
ভারত যদি না খাওন দেয় না খাইয়া সব মরুমরে;
তবু জমি খালি রকম চাষবাস না করুম রে।
আমাগো জমির মূল্য বেশি বানায় খালি অ্যাপার্মেন্ট,
জনগণের ভোটের জোরে পাইলাম আজ পার্লামেন্ট।
পার্লামেন্টে যাইয়া আমি তেল মারা সব কথা কই
চাইল ডাইলের দাম বাড়লে চুপ কইরা বইসা রয়


এ মন আমার পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নিরবে
কারেন্টের দাম বাইড়া গেলে মুখে বলি মারহাবা,
জনগনের টাকা মাইরা কেমনে তুমি পালাইবা?
তবু দেখি চোখের সামনে টাকা পয়সা পাচার হয়
নারী পাচার শিশু পাচার মুর্তি পাচার কারে কয়।
জাদুঘরের মুর্তি গুলি পাচার হয়ে গেল রে,
কোথায় গেল কেমনে গেল কেউ না এক বার কইল রে।
স্বাধীন দেশের নাম বানাইয়া কি কাহিনী হইলো রে।
স্বাধীন দেশের মানুষ এখন ধীরে ধীরে বাড়তাছে,
হের লাইগা কি বিএসএফরা বাঙ্গালীদের মারতেছে?
একাত্তরে মরছি আমরা আর কতকাল মরুম রে?
মরন খেলা শিখাইছি অন্য কি কাম করুম রে?
ঘরে মরি বাহিরে মরি হগল খানে মরা লাশ
বাইচা গেলে মনে করি বিরাট বড় সর্বনাশ।
এ মন আমার পাথর তো নয় সব ব্যথা সয়ে যাব নিরবে


ঘুমের চোখে গজাল দিয়া যত ঘুমের ওষুধ খাই
টাকার জোরে ঘুমের মাসি রাখছে এখন ঘর জামাই
ঘরে তালা বাইরে তালা গেটে আছে দারোয়ান
হগল খানে তালা কিন্তু মুখে স্বাধীনতার গান
স্বাধীন দেশের মানুষ এখন বেডরুমতে মরতাছে
খারাপ মানুষ থুইয়া পুলিশ ভালো মানুষ ধরতেছে
নিরপরাধ মানুষ দিয়া জেলখানা সব ভরতাছে
দেশের মানুষ জাইনা-শুইনা এগুলা কি করতাছে?
এমন আইন করি রে ভাই নিচে যেন বাইচা চায়
গরিব মানুষের টাকা মাইরা ইচ্ছামত খাইয়া যায়
খাই খাই সবই খাই খাওন ছাড়া উপায় নাই
স্বাধীন দেশে ইচ্ছামত বাইরে গেছে খাওয়ার মান
বাঁচার জন্য ঔষধ খাইয়া মইরা গেছে পোলাপান
চারদিকে হৈচৈ আসল খবর পামু কই
হরতালে আর অবরোধে ঘরের ভেতরে বইয়া রই
বাইরে গেলে লাঠির বাড়ি ঘরের খাকি না খাইয়া
আমরা সবাই শান্তি খুঁজি শান্তির মায়রে হারাইয়া
এ মন আমার পাথর তো নয় সব ব্যথা সয়ে যাব নিরবে


শান্তি এখন কাজের বুয়া বড় লোকের দশ তলায়
গণধর্ষণ কইরা তারে মাইরালাইছে সব শালাই
সুদ খায় ঘুষ খায় খাইতে খাইতে হুশ নাই
রাস্তা খাইলাম ব্রিজ খাইলাম দালানকোঠা খাইলাম রে
বুড়িগঙ্গা নদী খাইয়া কি যে মজা পাইলাম রে
পাহাড় খাইলাম সাগর খাইলাম আরো খাইলাম সুন্দরবন
এত কিছু খাওয়ার পরেও গদি ছাড়তে চাই না মন
গতির লইয়া টানাটানি কার গায়ে আছে কত জোর
জোর লইয়া আইতে পারলে এই গদিটা হইব তোর
মেমোরি কার্ড হাতে দিয়া দেশ বানাইছে ডিজিটাল
নোংরা ছবি দেইখা দেখা পোলাপানের মাথা টাল
চাকা টাল মাথা টাল ২০১৩ সাল
সামনে কত বিপদ আপদ মরার আগে দিমু ফাল
ফালাফালির সুযোগ নাই হাতে পায়ে রশি বান
মুখের ভেতর কসটেপ দিয়া পরান ধইরা দিল টান
লাশ বানাইয়া বস্তা বানাইয়া থুইয়া দিল ডাস্টবিনে
এমন ভাবে মারলো রে ভাই দেখলে জানি না চেনে
ময়লার ভেতর পাওয়া গেল হাড্ডিগুড্ডির কারখানা
কত কথা মনে রাখুম মুখে কইতে পারুম না
সত্য কথা কইলে তারে কেউ তো আমরা ছারুম না
এ মন আমার পাথর তো নয় সব ব্যথা সয়ে যাব নিরবে
আইনজীবিগো মারামারি,
বেয়াইনীরা করব কি?
মুখ চলিতে আগুন লাগছে ফায়ার সার্ভিস আইবো নি?
চিপাচাপা রাস্তা দিয়া গাড়ি তো আর আইবো না,
ফায়ার সার্ভিস আইসা আগুন তো নিভাইবো না।
ঘরে আগুন বাইরে আগুন হিংসার আগুন জ্বলতাছে
আই আগুনের তাপের পইড়া যা ইচ্ছা তা বলতাছে।
কে বলতাছে, কি বলতাছে মনে রাখার সময় নাই,
হেরাও তো জানেনা ভাই আমরা কেমনে দিন কাটাই।
আউলা জাউলা বারী গাড়ী উলটা পালটা উড়তাছে,
দালান-কোঠা তৈরী কইরা গাছপালাসব কাটাতাছে।
পেট্রল বোমা রাস্তাঘাটে ধুরুম ধুরুম ফুটতাছে,
মানুষ মাইরা পিচাশেরা কত মজা লুটতাছে।
শিক্ষা লইয়া বেচা-কেনা, টাকা ছাড়া উপায় নাই,
মানুষ হইতেও পয়সা লাগে ভর্তি হইতে টাকা চায়।
এ মন আমার পাথর তো নয় সব ব্যথা সয়ে যাব নিরবে

 

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *