মন তালাশ করোরে দেহের মূল মহাজন | Mon Talash Korore Deher Mul Mohajon | KeyLyrics

মন তালাশ করোরে দেহের মূল মহাজন
Mon Talash Korore Deher Mul Mohajon
KeyLyrics
আলমগীর হক
মন তালাশ করোরে দেহের মূল মহাজন
না চিনিলে হবে হারা অমুল্য রতন
দেহের মুল মহাজন কারে বলে
দেখো পীরের শ্রীচরণ তলে
তোমার জ্ঞান আঁখি খুলিয়া গেলে
চিনতে পারবে তুমি তখন
তোমার গুরু মোহর খুললে তালা
তখন উঠবে জেগে নুরতাজেল্লা
তুমি চিনবে সেদিন মাবুদ মাওলা
করলে গুরুর সেবা শ্রীচরণ
আলমগীর বলে খুঁজো দেহ ভান্ডে
বাইরে খুঁজলে তুমি পরবে ফান্দে
পীর আউলিয়া সকলেই কান্দে
পাইতে এই পরম ধন
মন তালাশ করোরে দেহের মুল মহাজন | Mon Talash Korore Deher Mul Mohajon | KeyLyrics

Check Also

a logo for keylyrics.com

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics | Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re Lyrics

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *