Amay Jodi Pure Maro Lyrics | আমায় যদি পুরে মারো

Amay Jodi Pure Maro Lyrics

আমায় যদি পুরে মারো

 

Amay Jodi Pure Maro Lyrics

 

আমায় যদি পুরে মারো
কলঙ্ক রবে শেষে
আর কতো কাঁদাবে গুরু
বসে আছি তোমার আসে

১) রং বাজারের প্রেমিক যারা
চিনে না প্রেম সার্থ ছারা (২)
প্রেমেরই কলঙ্ক তারা
যায় রে চলে সার্থ শেষে

২) তোমার পরশ পাইলো যে জন
প্রেম বাজারে সে মহাজন (২)
খুজে না আর মানিক রতন (২)
অমুল্য ধন পেয়েছে সে

৩) মাহমুদ আপের বুদ্ধি হারা
হয়েছে পাগলের দাড়া (২)
তুমি হিনা চিত্তে মরা (২)
তাই তো দরশ জলে বাসে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *