পাঁচ আটা চল্লিশের বন্ধ, ঘর খানা | Panch Ata Challisher Bondho, Ghor Kahan | Keylyrics

পাঁচ আটা চল্লিশের বন্ধ, ঘর খানা
Panch Ata Challisher Bondho, Ghor Kahan
গীতিকার শাহ্ সুফি হাসান মিয়া চিশতী নিজামী
পাঁচ আটা চল্লিশের বন্ধ, ঘর খানা ৷
“কি আছে এই ঘরে কেউ, জানে না”৷৷(ওরে)
পঞ্চ আত্মা পঞ্চ রূহু, ১২ টা বুরূজ ৷
১৮ মোকামে আলো, করে চাঁদ সুরূজ ৷(২)
হিসাবে ১৪ কামান, ভিতরে জমিন আসমান ৷
চার কুতুব পাহারা দেয়, “চার কোনা” ৷৷(২)
ছয় রিপু দশ ইন্দ্রতে, হইয়া মিলন ৷
দশে ছয়ে ষোল জনে, করে আন্দোলন ৷(২)
জীব আর পরম আত্মা, করিতে চায় একতা ৷
ষোল জন তাদের কথা, “মানে না”৷৷(২)
চার রঙ্গের মুসল্লা দিয়া, এই ঘরের গঠন ৷
ক্ষিতি আব তেজ মরূৎ বোমে, হইয়াছে পুরন ৷(২)
যার ঘর তারে দিয়া, শূন্য হাত যাবে নিয়া ৷
যেইখানে হাসান মিয়ার, “ঠিকানা”৷৷(২)
পাঁচ আটা চল্লিশের বন্ধ, ঘর খানা | Panch Ata Challisher Bondho, Ghor Kahan | Keylyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *