আটটা বাজে দেরি করিস না
ও তিরিশ টাকা কেজি মাছ
Atta Baje Deri Koris Na
শিল্পিঃ বাসুদেব দাস বাউল
লিরিকঃ
ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে লো
জল দিয়ে বেশি করিস না
আটটা বাজে দেরি করিস না।।
রুপালি মাছের মত সরু পাহাড়ে
কালো দিঘীর কালো জলে রুপের বাহারে
তোর ভোরের সুরুয কপালে তোর সিঁদূর হয়ে যাবে লো
কারো দিকে নজর লাগাস না।।
ইলিশ মাছের কাটা ভালো চিংড়ি মাছের টক
সাত টাকাতে কিনবে লোকে গিলবে গবাগব
তোর কচি পোনা বেচেবেচে হাটে বেচা হবে গো
কারো দিকে নজর লাগাস না।।