আমি আর যাব না জলে গো সই Lyrics | Ami Ar Jabo Na Jole Go Soi Lyrics

আমি আর যাব না জলে গো সই Lyrics

Ami Ar Jabo Na Jole Go Soi Lyrics

 

আমি আর যাব না জলে গো সই Lyrics

আমি আর যাব না জলে গো সই।।
আর যাব না জলে।।
জলে গেলে মান বাঁচে না পাইলে গোয়ালে।।

আইতে যাইতে পথের ধারে,
পথ আগলাইয়া তামশা করে,
মাখন চোর নন্দের ছেলে।।

করে কলসি লইয়া
টানাটানি হাসে সকলে।।

কদমেরো ডালে বসি,
দেখলে পরে হাসিখুশি,
আরে আরে কত কিছু বলে।।
শাড়ির আঁচল ও ধরিয়া টানে একা পাইলে।।

রামকানাই এগো রাধা,
তুমি কালার অঙ্গে বাধা
যুগে যুগে দুই অঙ্গ মিলে।।
তুমি পূর্ণবতী ধন্য নারী এ ধরা তলে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *