Horinam Diye Jagat Matale Lyrics
হরিনাম দিয়ে জগৎ মাতালে Lyrics
Song :- Horinam Diye Jagat Matale
Singer :- Amar Paul
Music Director & Lyricist :- Traditional
Mood :- Happy
Theme :- Devotional
Horinam Diye Jagat Matale Lyrics
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই
আমার একলা নিতাই
একলা নিতাই
একলা নিতাই
একলা নিতাই
আমার একলা নিতাই
একলা নিতাই
একলা নিতাই
একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই
আমার নিতাই যদি
ডাকরে নিতাই গৌর বলে
নিতাই যদি
ডাকরে নিতাই গৌর বলে
নিতাই যদি
যদি মনে করে ও নিতাই
গৌর দিলি দিতি পারে
একলা নিতাই
ও নিতাই গৌর দিলি দিতি পারে
একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই
আমার নিতাই নিদ্ গৌর
ডাকরে নিতাই গৌর বলে
নিতাই নিদ্ গৌর
ডাকরে নিতাই গৌর বলে
নিতাই নিদ্ গৌর
নিত্য কল্পতরু ও নিতাই
প্রেমদাতা জগতের গুরু
একলা নিতাই
ও নিতাই
প্রেমদাতা জগতের গুরু
একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই
আমার নিতাই নবরূপ
ডাকরে নিতাই গৌর বলে
নিতাই নবরূপ
ডাকরে নিতাই গৌর বলে
নিতাই নবরূপ
নব রাসবিহারী ও নিতাই
খেনেক পুরষ খেনেক নারী
একলা নিতাই
ও নিতাই খেনেক পুরষ খেনেক নারী
একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই
আমার একলা নিতাই
একলা নিতাই
একলা নিতাই
একলা নিতাই
আমার একলা নিতাই
একলা নিতাই
একলা নিতাই
একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই