তোমায় না বলা কথা
সে তো আমার কবিতা
যে কথার শুরু চোখে প্রথম
Je Kathar Shuru Chokhe Prothom
ছায়াছবি: অগ্নি পরীক্ষা (২০০৬)
কথা: গৌতম সুস্মিত
সুর: অশোক ভদ্র
কণ্ঠ: কুমার শানু ও অলকা ইয়াগনিক
Je Kathar Shuru Chokhe Prothom Lyrics
তোমায় না বলা কথা
সে তো আমার কবিতা।
যে কথার শুরু চোখে
প্রথম তোমায় দেখে
মন চায় তোমায় বলি
একবার কাছে ডেকে
তবু আজো হয়নি বলা
একসাথে পথ হয়নি চলা।
যে কথার শুরু চোখে
প্রথম তোমায় দেখে
মন চায় তোমায় বলি
একবার কাছে ডেকে।
আ আ আ আ আ আ আ
তোমার কবিতায় যত স্বপ্ন ছড়ালাম
আর আশাতেই তোমায় খুঁজে বেড়ানো
তু রু রু রু রু তু রু রু রু রু
তোমার কবিতায় যত স্বপ্ন ছড়ালাম
আর আশাতেই তোমায় খুঁজে বেড়ানো।
[সেই স্বপ্ন আড়াল থেকে
আজ তোমায় নিলো ডেকে]-২
মেয়ে: তবু আজো হয়নি বলা
একসাথে পথ হয়নি চলা।
যে কথার শুরু চোখে
প্রথম তোমায় দেখে
মেয়ে: মন চায় তোমায় বলি
একবার কাছে ডেকে।
তোমার হাসিতে যেন চাঁদের জোছনা
আমার কবিতায় তুমি প্রথম কল্পনা
তু রু রু রু রু তু রু রু রু রু
হো হো তোমার হাসিতে যেন চাঁদের জোছনা
আমার কবিতায় তুমি প্রথম কল্পনা।
[আজ মনে সেই খুশি
বলে এসো ভালোবাসি]-২
তবু আজো হয়নি বলা
এক সাথে পথ হয়নি চলা
যে কথার শুরু চোখে
প্রথম তোমায় দেখে
মন চায় তোমায় বলি
একবার কাছে ডেকে।